রাজধানীর ডেমরার সারুলিয়া এলাকায় একটি বাসায় ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইমন হোসেন(১৮) নামে এক ইলেকট্রিক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৯ আগস্ট) দুপুর দেড়টার সময় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ইমনের স্ত্রী শিল্পী আক্তার জানায়, দুপুরের দিকে একটি বাসায় ইমন ইলেকট্রিকের কাজ করতে যায়। ওই বাড়িতে বিদ্যুতের লাইন জোড়া লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে যায়। পরে খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানায় আমার স্বামী আর বেঁচে নেই।

শিল্পী আক্তার জানায়, আমরা বর্তমানে ডেমরা সারুলিয়া সারুলিয়া এলাকায় থাকি। তার বাড়ি সিলেট জেলার সদর থানার লাকাইদ এলাকায়। ইমন ওই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

এসএএ/বিআরইউ