প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

‘বাবা বেঁচে নেই জানলে অন্তত দোয়া পড়তে পারতাম’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম যেন এক ভয়াবহ শব্দে পরিণত হয়েছিল। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক কিংবা ভিন্নমতের মানুষকে বিভিন্ন সময়ে তুলে নেওয়া হয়েছিল। তাঁদের কারও কারও লাশ পাওয়া গেলেও অনেকের এখনো সন্ধান পাওয়া যায়নি।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের হিসাব অনুযায়ী, এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ৩০০ জন। তাঁদের অনেকেরই ফেরার সম্ভাবনা ক্ষীণ বলে মনে করছে কমিশন।

বণিক বার্তা

হোটেল-রেস্তোরাঁ ও পেট্রলপাম্প ঘিরে ১১ ইউটার্ন সবচেয়ে বিপজ্জনক এক বছরে ৫৯৮ বড় দুর্ঘটনা

কুমিল্লার দাউদকান্দি ব্রিজের পশ্চিম প্রান্তে বাউশিয়া পাখির মোড় থেকে চট্টগ্রামের কুমিরা রয়েল গেট পর্যন্ত সড়কপথের দূরত্ব ১৭৮ কিলোমিটার। চট্টগ্রামের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে যাওয়া যানবাহনকে স্বল্প দূরত্বের এ পথে অতিক্রম করতে হয় ১১টি ইউটার্ন; যার অধিকাংশই হোটেল-রেস্তোরাঁ কিংবা পেট্রলপাম্প ঘিরে। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে পাঁচটি বাস টার্মিনাল ও ১৪টি বাজার। অপরিকল্পিত এসব ইউটার্ন ও স্থাপনা পর্যটন নগরী কক্সবাজার এবং আমদানি-রফতানিনির্ভর পণ্য পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটিকে করে তুলেছে দুর্ঘটনাপ্রবণ।

সমকাল

ছয় দল নিয়ে এগোচ্ছে জামায়াত, বিএনপির সঙ্গে নিষ্ফল বৈঠক

জুলাই সনদ বিষয়ে মতভিন্নতা কমিয়ে আনতে বিএনপি ও জামায়াতের মধ্যে একটি অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তবে বৈঠক থেকে কোনো ইতিবাচক ফল আসেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় মন্ত্রিপাড়ায় বৈঠকটি হয় বলে দুদলের দায়িত্বশীল সূত্র জানিয়েছে।

অনানুষ্ঠানিক ওই বৈঠকের আগে বিকেলে জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপি, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি এবং খেলাফত মজলিস একটি বৈঠক করে। তাতে জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না– এমন মনোভাব তুলে ধরে দলগুলো। প্রয়োজনে সনদের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনের কথাও বলা হয় বৈঠকে। 

যুগান্তর

আ.লীগের লুটের খেসারত আর্থিক খাতে

আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক ও আর্থিক খাতে ব্যাপক লুটপাটের খেসারত দিতে হচ্ছে এখন গ্রাহকদের। কেন্দ্রীয় ব্যাংক অনেকটা বাধ্য হয়ে এসব ব্যাংককে আর্থিক সহায়তা দিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তবে সেই প্রক্রিয়াও এখন থেমে আছে। ফলে বেসরকারি পাঁচটি ব্যাংক শুধু নামেই টিকে আছে। এর মধ্যে এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংক একীভূত হতে রাজি না হওয়ায় ওই পাঁচ ব্যাংকের সব ধরনের অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। লুটপাট ও ঋণের নামে ব্যাংক থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার ফলে এসব ব্যাংকের গ্রাহকরা পড়েছেন বড় বিপদে। ব্যাংকগুলো তাদের আমানতকারীদের কোনো টাকা ফেরত দিতে পারছে না। এই তালিকায় অপর তিনটি ব্যাংক হলো-ইউনিয়ন, গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এসব ব্যাংক গ্রাহকের জমাকৃত অর্থ ফেরত দিতে পারছে না। ক্ষেত্রবিশেষ কয়েক হাজার টাকা তুলতে গিয়েও অনেক গ্রাহক চরম বিরক্ত হয়ে ফেরত আসছেন। তারা এই দুর্ভোগ আর কষ্টের কথা কাকে বললে সমাধান হবে তাও জানেন না। অনেক ব্যাংকের শাখা প্রধানের সঙ্গে তারা যোগাযোগ করলেও কোনো সমাধান পাচ্ছেন না। অনেকে ব্যাংকে গিয়ে হয়রান হয়ে কান্নাকাটি করেও ফেরত আসছেন। অনেকে গচ্ছিত টাকা ফেরত না পেয়ে ধারদেনা করে আর্থিক সমস্যা সমাধানের চেষ্টা করছেন।

বণিক বার্তা

প্রবাসে নারী শ্রমিকদের আত্মহত্যার ৭৬ শতাংশই ঘটেছে সৌদি আরবে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের মুন্নী আক্তারের বয়স ছিল মাত্র ২২ বছর। তিন বোনের মধ্যে সবার ছোট তিনি, বেড়ে ওঠেন নানাবাড়িতে। মায়ের চিকিৎসার খরচ ও পরিবারের অভাব ঘোচাতে গৃহকর্মীর কাজ নিয়ে গত ১৮ জানুয়ারি পাড়ি দেন সৌদি আরবে। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারকে একটু সচ্ছলতা দেয়া। কিন্তু সে স্বপ্ন মাত্র ছয়দিনের মাথায় ভেঙে যায়। ২৪ জানুয়ারি দেশে আসে মুন্নীর মরদেহ। ডেথ সার্টিফিকেট ও ময়নাতদন্ত প্রতিবেদনে লেখা ছিল—আত্মহত্যা করেছেন এ তরুণী।

সমকাল

ছাত্র সংসদ কি জাতীয় নির্বাচনের পূর্বাভাস দেবে

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে হতে যাচ্ছে ছাত্র সংসদ নির্বাচন। এবার কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। স্বাধীনতার পর এবারই প্রথমবারের মতো এমন রাজনৈতিক পরিবেশে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে।

বিভিন্ন মহলে এবারের ছাত্র সংসদ নির্বাচনকে দেখা হচ্ছে জাতীয় সংসদ নির্বাচনের আগের পরীক্ষা হিসেবে। কেননা, দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকার একটি সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছে। চলমান রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ছাত্র সংসদের মতো নির্বাচন আয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলো কতটা সফল হতে পারে সে দিকে তাকিয়ে আছেন অনেকে।

আজকের পত্রিকা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীর ৬০ শতাংশ কোটা বাদ, ন্যূনতম যোগ্যতা স্নাতক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে নারীর ৬০ শতাংশ কোটা বাদ দেওয়া হয়েছে; সেই সঙ্গে পোষ্য ও পুরুষ কোটাও। শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য মোট ৭ শতাংশ কোটা রাখা হয়েছে। বাকি ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। এই নিয়োগ হবে উপজেলা অথবা প্রয়োজনে থানাভিত্তিক।

সমকাল

পাঁচ দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির প্রস্তুতি চলছে

আগামী ডিসেম্বরেই জাপানের সঙ্গে শুল্ক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) করতে যাচ্ছে বাংলাদেশ। এটিই হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মুক্ত বাণিজ্য চুক্তি। একই সঙ্গে আগামী বছরের নভেম্বরের মধ্যে আরও অন্তত চারটি দেশে বিভিন্ন নামে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় সরকার। এ ছাড়া বাণিজ্য সুবিধা পেতে রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে বাংলাদেশের।

যুগান্তর

পাচার ২২ লাখ কোটি টাকা

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাংক খাতে সবচেয়ে বেশি অর্থ পাচার ও ঋণ জালিয়াতির ঘটনা ঘটেছে। যার বেশির ভাগ সংঘটিত হয় ঋণপত্র বা এলসির মাধ্যমে। পণ্য আমদানির নামে এলসি খুলে কথিত পণ্য দেশে না আনা এবং কম পরিমাণে পণ্য আমদানি করে এর চেয়ে বেশি অর্থ পরিশোধ করে দেশ থেকে বিপুল অঙ্কের অর্থ পাচার করা হয়েছে। এভাবে শুধু এলসির আড়ালেই পাচার করা হয়েছে ২২ লাখ কোটি টাকার বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচার করে এস আলম গ্রুপ। এরপরই রয়েছে বেক্সিমকো গ্রুপ। নাসা গ্রুপের পাচারের টাকাও কম নয়। এছাড়া রপ্তানির আড়ালে বিসমিল্লাহ ও ক্রিসেন্ট গ্রুপের টাকা পাচারের প্রমাণ মিলেছে।

প্রথম আলো

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক: ধর্ষণের নতুন ধারায় ৪ মাসে ২১০ মামলা

সরকারি একই দপ্তরে চাকরির সুবাদে ২০২২ সালে দুজনের পরিচয়। এক বছর পর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নারীর অভিযোগ, বন্ধুর বাসায় বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করেন সহকর্মী প্রেমিক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরে তাঁর সঙ্গে একাধিকবার যৌন সম্পর্ক স্থাপন করা হয়। সবশেষ নারী বিয়ে না করলে ঘটনা সবাইকে বলে দেবেন বলে হুমকি দেন। তখন প্রেমিক তাঁকে রংপুরে নিজের গ্রামের বাড়ি আসতে বলেন।

সমকাল

এখনও অপেক্ষায় দিন কাটে স্বজনের

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং পরে অন্তর্বর্তী সরকার গুম-সংক্রান্ত তদন্ত কমিশন গঠন করায় আশাবাদী হয়ে ওঠেন গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের স্বজন। তবে এক বছরেও প্রিয়জনের সন্ধান না পাওয়ায় তারা হতাশ। পরিবারের সদস্যরা বলছেন, এখন আর কারও কথা বা আশ্বাসে তারা আস্থা পান না। তাদের বাবা-ভাই-স্বামী জীবিত আছেন, নাকি মেরে ফেলা হয়েছে, সে বিষয়টিও নিশ্চিত করা হয়নি। কোনো কোনো পরিবার আবার গুম কমিশনের ওপরেও অসন্তুষ্ট।

বণিক বার্তা

স্বাস্থ্যসেবায় বরাদ্দে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ

স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, আয়ুষ্কাল বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরের বেশি। টিকাদান কর্মসূচি প্রায় শতভাগ বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবায় গড়ে উঠেছে বড়সংখ্যক দক্ষ জনবল। সীমিত সম্পদ দিয়েই এসেছে এসব সাফল্য। তবে এখনো জনসংখ্যার একটি বড় অংশ মৌলিক স্বাস্থ্যসেবা ও প্রবেশাধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে উপজেলা পর্যায়ে অবকাঠামো থাকলেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের ঘাটতি প্রকট। আছে অব্যবস্থাপনা ও অদক্ষতা। সরকারি বিনিয়োগের সীমাবদ্ধতার কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে বেসরকারি স্বাস্থ্য খাত।

বণিক বার্তা

স্বাস্থ্যসেবায় বরাদ্দে এশিয়ার অন্যতম সর্বনিম্ন বাংলাদেশ

স্বাধীনতার পর স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ। শিশু ও মাতৃমৃত্যুর হার উল্লেখযোগ্যভাবে কমেছে, আয়ুষ্কাল বেড়ে দাঁড়িয়েছে ৭২ বছরের বেশি। টিকাদান কর্মসূচি প্রায় শতভাগ বাস্তবায়িত হয়েছে। কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবায় গড়ে উঠেছে বড়সংখ্যক দক্ষ জনবল। সীমিত সম্পদ দিয়েই এসেছে এসব সাফল্য। তবে এখনো জনসংখ্যার একটি বড় অংশ মৌলিক স্বাস্থ্যসেবা ও প্রবেশাধিকার থেকে বঞ্চিত। বিশেষ করে উপজেলা পর্যায়ে অবকাঠামো থাকলেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধের ঘাটতি প্রকট। আছে অব্যবস্থাপনা ও অদক্ষতা। সরকারি বিনিয়োগের সীমাবদ্ধতার কারণে দ্রুত সম্প্রসারিত হচ্ছে বেসরকারি স্বাস্থ্য খাত।

প্রথম আলো

বাসা–কারখানা–কোচিং–ছাদেও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়

সরু গলির শেষ মাথায় পুরোনো ও জংধরা টিনের কয়েকটি ঘর। প্রতিটি ঘর এক কক্ষের। খেটে খাওয়া মানুষ অল্প টাকায় এসব ঘর (ছাপরা হিসেবে পরিচিত) ভাড়া নিয়ে সংসার পেতেছেন। এর মধ্যে একটি ঘর অবশ্য ব্যতিক্রম। সেখানে কেন্দ্রীয় কার্যালয় খুলেছে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের প্রাথমিক বাছাইয়ে যোগ্য বিবেচিত হওয়া ২২টি দলের মধ্যে অন্যতম জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাজাহান সিরাজ)।

কালবেলা

তবুও নানামুখী চ্যালেঞ্জে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে। নির্বাচনী প্রশিক্ষণও শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‘রাজনৈতিক কৌশল’ হিসেবে নিজেদের অবস্থানে কোনো কোনো দল অনড় থাকলেও ভেতরে ভেতরে অনেকেই নির্বাচনমুখী। এখন শুধু তপশিল ঘোষণার অপেক্ষা। তবুও নির্বাচন নিয়ে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে ইসির।