চট্টগ্রামের হাটহাজারীর আমান বাজার এলাকায় বাসের ছাদ থেকে পড়ে হেলপার হানিফ (২৫) মারা গেছেন। মঙ্গলবার (১৫ জুন) চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি যাওয়ার পথে লালিয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া।

তিনি বলেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটির দিকে যাওয়ার পথে বাসের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন হেলপার হানিফ। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হানিফের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
 
কেএম/এসকেডি