চট্টগ্রামে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
চট্টগ্রামের পটিয়ায় সাপের কামড়ে ফেরদৌস বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
ফেরদৌস বেগম উপজেলার বরলিয়া ইউনিয়নের বেলখাইন গ্রামের মোহাম্মদ রাসেলের স্ত্রী।
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে ঘরে কাজ করার সময় দেওয়ালে ঝুলানো মাছ ধরার জালের ভেতর থেকে একটি সাপ হঠাৎ ফেরদৌসকে ছোবল দেয়। প্রথমে বিষয়টি তিনি গুরুত্ব দেননি। তবে কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা হাসপাতালে নিয়ে যান।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মোহাম্মদ আবু তৈয়ব বলেন, হাসপাতালে যখন রোগীকে আনা হয়, তখন তার রক্তচাপ তখন প্রায় ছিল না। আমরা এন্টিভেনম দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম কিন্তু আনার পাঁচ মিনিটের মধ্যেই তিনি মারা যান।
তিনি জানান, সাপের কামড়ের অন্তত পাঁচ ঘণ্টা পর ফেরদৌসকে হাসপাতালে আনা হয়। শুরুতে তেমন কোনো প্রতিক্রিয়া না থাকলেও পরে বমি শুরু হলে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসেন।
এমআর/এমএসএ