নীলফামারীতে শ্রমিক হত্যা : দোষীদের শাস্তির দাবি ট্রেড ইউনিয়ন সংঘের
নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (বিটিইউএস)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিটিইউএসের সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এ দাবি জানান।
বিজ্ঞাপন
বিবৃতিতে তারা বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন লিমিটেডের শ্রমিকরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, ছাঁটাই বন্ধ, উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম পরিশোধসহ ২০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হঠাৎ করে মালিকপক্ষ মজুরি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়ে হাবিব নামে এক শ্রমিককে হত্যা করে এবং আরও অনেক শ্রমিক গুলিবিদ্ধ হন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিটিইউএস নেতারা বলেন, সারা দেশে ইপিজেডগুলোতে মালিকদের স্বার্থ রক্ষায় সরকার কর্মরত শ্রমিকদের ওপর তীব্র শোষণ-নিপীড়নের সুযোগ করে দিয়েছে। প্রচলিত শ্রম আইনের বাইরে ইপিজেডের জন্য আলাদা আইন করে শ্রমিকদের অধিকারকে সংকুচিত করা হয়েছে। ফলে ইপিজেডে অবস্থিত বিভিন্ন কারখানার মালিকরা কর্তৃপক্ষের যোগসাজশে শ্রমিকদের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।
বিবৃতিতে অবিলম্বে শ্রমিক হত্যার সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচার ও শাস্তির নিশ্চয়তা, নিহত শ্রমিকের পরিবারকে এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উপযুক্ত সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানসহ সব বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।
এমএইচএন/এসএসএইচ