নীলফামারীর উত্তরা ইপিজেডে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে শ্রমিক হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ (বিটিইউএস)। একইসঙ্গে এ হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছে সংগঠনটি।

বুধবার (৩ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বিটিইউএসের সভাপতি চৌধুরী আশিকুল আলম ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এ দাবি জানান।

বিবৃতিতে তারা বলেন, নীলফামারীর উত্তরা ইপিজেডের এভারগ্রিন লিমিটেডের শ্রমিকরা ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, ছাঁটাই বন্ধ, উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম পরিশোধসহ ২০ দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন ও কর্মবিরতি পালন করছিলেন। এ পরিস্থিতিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) হঠাৎ করে মালিকপক্ষ মজুরি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয়। এতে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করলে পুলিশ ও সেনাবাহিনী গুলি চালিয়ে হাবিব নামে এক শ্রমিককে হত্যা করে এবং আরও অনেক শ্রমিক গুলিবিদ্ধ হন।

বিটিইউএস নেতারা বলেন, সারা দেশে ইপিজেডগুলোতে মালিকদের স্বার্থ রক্ষায় সরকার কর্মরত শ্রমিকদের ওপর তীব্র শোষণ-নিপীড়নের সুযোগ করে দিয়েছে। প্রচলিত শ্রম আইনের বাইরে ইপিজেডের জন্য আলাদা আইন করে শ্রমিকদের অধিকারকে সংকুচিত করা হয়েছে। ফলে ইপিজেডে অবস্থিত বিভিন্ন কারখানার মালিকরা কর্তৃপক্ষের যোগসাজশে শ্রমিকদের ওপর নিপীড়ন-নির্যাতন চালাচ্ছে।

বিবৃতিতে অবিলম্বে শ্রমিক হত্যার সঙ্গে যুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চিহ্নিত করে বিচার ও শাস্তির নিশ্চয়তা, নিহত শ্রমিকের পরিবারকে এক জীবনের আয়ের সমান ক্ষতিপূরণ এবং আহত শ্রমিকদের উপযুক্ত সুচিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানসহ সব বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি জানানো হয়।

এমএইচএন/এসএসএইচ