মীরসরাইয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই থানার পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
এতে দলটির কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
খোঁজ নিয়ে জানা গেছে, উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন এবং আরেক সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারী ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে এ ঘটনা ঘটেছে। দুপুরে এক পক্ষের অনুসারীরা মিছিল বের করে। এতে অপর পক্ষ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এমআর/বিআরইউ