ফাইল ছবি

গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীতে। আজ সন্ধ্যায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তাপমাত্রাও থাকবে অপরিবর্তিত।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এসময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৫৬ শতাংশ। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৭ দশমিক ৫ ডিগ্রি। এসময় পর্যন্ত ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হয়েছে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে এবং শনিবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

এ ছাড়া দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতেও আবহাওয়া স্বাভাবিক রয়েছে। বিকেল ৩টা থেকে দিবাগত রাত ১টা পর্যন্ত জারি করা অন্য আরেক পূর্বাভাসে বলা হয়েছে, নদীবন্দরগুলোর জন্য কোনো ধরনের সতর্কবার্তা বা সংকেত নেই। ফলে নদীপথে চলাচলে অনুকূল আবহাওয়া বিরাজ করছে।

আরএইচটি/এসএসএইচ