সুন্দরবন-খুলনায় কোস্ট গার্ডের পৃথক অভিযান
অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ আটক ৬
সুন্দরবন ও খুলনায় পৃথক অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ ছয়জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (৬ সেপ্টেম্বর) ভোরে তাদের আটক করনা হয়।
বিজ্ঞাপন
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শনিবার ভোরে কোস্ট গার্ড বেইস মোংলার একটি দল পশুর নদীর ছোট পদ্মা খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে ডাকাত ছোট সুমন বাহিনীর চার সহযোগীকে একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ ও চার রাউন্ড ফাঁকা কার্তুজসহ আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— বিল্লাল হোসেন (২৫), রবিউল শেখ (৩২), জিন্নাত হাওলাদার (৩৫) ও কালাম গাজী (২৪)। তারা দীর্ঘদিন ধরে ওই বাহিনীকে অস্ত্র ও রসদ সরবরাহ করতেন।
বিজ্ঞাপন
এর আগে ওইদিন রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর দল শ্যামনগর সরকারি মহসিন কলেজসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ও ১৭ হাজার ৫৮০ টাকাসহ এক মাদক কারবারিকে আটক করে।
অন্যদিকে ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে খুলনার লবনচরা থানার সুইচগেট এলাকায় ৪টি দেশীয় অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ কিশোর গ্যাংয়ের এক সদস্যকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় কোস্ট গার্ড।
জেইউ/এআইএস