মোহাম্মদপুরে দুই ‘ছিনতাইকারীকে’ গণপিটুনি, একজনের মৃত্যু
চন্দ্রিমা মডেল টাউন / ফাইল ছবি
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে ইয়ামিন (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকার ১২ নম্বর রোডের ব্লক-ই-এর শেষ মাথায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ইয়ামিনকে মৃত ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
নিহত ইয়ামিনের বাড়ি ভোলা জেলার লালমোহন থানার চরসাকিনা গ্রামে। তিনি ওই এলাকার মাহবুব মিয়ার ছেলে। বর্তমানে তিনি ঢাকা উদ্যান এলাকায় থাকতেন।
পুলিশ জানায়, স্থানীয় উত্তেজিত জনতা দুজন অজ্ঞাতনামা ব্যক্তিকে ছিনতাইকারী সন্দেহে আটক করে গণপিটুনি দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবক মারা যান। অন্যজন এখনো চিকিৎসাধীন আছেন।
বিজ্ঞাপন
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের শেষ মাথায় মোবাইল ছিনতাই করার সময় স্থানীয় জনতা দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাদের দুজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ইয়ামিন নামে একজনকে মৃত ঘোষণা করা হয়। আহত অন্য ছিনতাইকারী, যার নাম ফাহিম, তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, এই ঘটনায় ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করা হয়েছে এবং মোহাম্মদপুর থানায় দুটি পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী ব্যক্তি বর্তমানে মোহাম্মদপুর থানায় অবস্থান করছেন।
এসএএ/এমজে