ঢাকা পোস্টে সংবাদ প্রকাশ
শতবর্ষী কবরস্থান রক্ষায় ফটিকছড়ির সেই ধুরুং খালে অভিযান
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের পল্লানপাড়া এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজ্ঞাপন
এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) ‘ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন, নদীগর্ভে শতবর্ষী কবরস্থান’ শিরোনামে ঢাকা পোস্টে প্রতিবেদন প্রকাশিত হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উপজেলা প্রশাসন জানায়, অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায় এবং ড্রেজার মেশিনগুলো খালের স্রোতে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করে। এলাকাবাসীর সহযোগিতায় দুটি ড্রেজার উদ্ধার করা সম্ভব হয়। এ সময় দুইটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং প্রায় ৫০০ মিটার পাইপ ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ফটিকছড়িতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে ধুরুং নদীতে বড় ধরনের ভাঙন দেখা দিয়েছে। এতে করে কাঞ্চননগর ইউনিয়নের চরপাড়া গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো একটি পারিবারিক কবরস্থান নদীগর্ভে চলে যাচ্ছে অভিযোগ করে এলাকাবাসী।
এমআর/এআইএস