আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর পরিচয়ে কোটি কোটি টাকা এবং জমি আত্মসাৎকারী চক্রের মূলহোতা সাইফুল ইসলাম ওরফে সায়েন্টিস্ট সাইফুলসহ ১৬ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (১৬ জুন) দুপুরে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মঙ্গলবার (১৫ জুন) থেকে বুধবার (১৬ জুন) সকাল পর্যন্ত ঢাকা ও টাঙ্গাইলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেছে র‍্যাব-১। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, আটক চক্রের মূলহোতা আন্তর্জাতিক মানের বিজ্ঞানীর পরিচয়ে স্ব-উদ্ভাবিত জলবায়ু পরিবর্তনের প্রভাব-প্রতিকার, পাওয়ার প্ল্যান্ট প্রজেক্ট, করোনা প্রতিরোধ ব্যবস্থা ও অন্যান্য প্রজেক্ট বাস্তবায়নের নামে কোটি কোটি টাকা ও জমি আত্মসাৎ করে প্রতারণা চালিয়ে আসছিলেন।

এ বিষয়ে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

এমএসি/আরএইচ