কারিগরির ডিপ্লোমা-ভোকেশনাল ভর্তির সময় বাড়ল ৯ অক্টোবর পর্যন্ত
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা এবং দুই বছর মেয়াদি ভোকেশনাল ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কোর্সে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তির আবেদন ও ভর্তি কার্যক্রমের সময়সীমা বাড়ানো হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিক্ষার্থীরা আগামী ৯ অক্টোবর পর্যন্ত ভর্তি হতে পারবে। তবে আগের নির্দেশনা অনুযায়ী ১৫ সেপ্টেম্বর থেকেই ক্লাস শুরু হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-এগ্রিকালচার, ডিপ্লোমা-ইন-ফরেস্ট্রি, ডিপ্লোমা-ইন-ফিশারিজ, ডিপ্লোমা-ইন-লাইভস্টক এবং দুই বছর মেয়াদি এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি), ডিপ্লোমা-ইন-কমার্স ও সার্টিফিকেট-ইন-মেরিন ট্রেড কোর্সের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও ক্লাস আগামীকাল ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এ ছাড়া, চার বছর মেয়াদি ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি প্রতিষ্ঠান এবং দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক পর্যায়ের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির আবেদন ও ভর্তির সময়সীমা ১৪ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে আগামী ৯ অক্টোবর পর্যন্ত করা হয়েছে। বোর্ড জানিয়েছে, ক্লাস চলমান রেখেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞাপন
আরএইচটি/এআইএস