মীরসরাইয়ে ছেলেকে খুনের দায়ে বাবা গ্রেপ্তার
চট্টগ্রামের মীরসরাই থানা এলাকায় ছেলেকে খুনের অভিযোগে পিতা মো. নুরের জামানকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফফর হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় নগরের চান্দগাঁও ক্যাম্প মিডিয়া সেন্টারে র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বিস্তারিত ব্রিফিং করবেন।
বিজ্ঞাপন
এর আগে ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার ছুরিকাঘাতে খুন হন ছেলে মো. সাহেদ (২২)। সাহেদ নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগম দম্পতির একমাত্র ছেলে। সাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।
আরএমএন/এমজে