সারা দেশের প্রতিনিধি আর প্রধান কার্যালয়ের সংবাদকর্মী, সবাই মিললেন এক ছাদের নিচে; হলো হাসি-আনন্দ খুনসুটি, চাওয়া-পাওয়ার নানা আলাপ, আলোচনা-আড্ডা; অনুষ্ঠানের নাম ‘মিট দ্যা এডিটর’।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন করে ঢাকা পোস্ট।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, ভিজ্যুয়াল কনটেন্ট নিয়ে সেশন, অভিজ্ঞতা বিনিময়, মুক্ত আলোচনা, র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা পোস্টের ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল ইসলাম বলেন, আজ আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বিশেষ দিন; একটি মিলনমেলার দিন। আমরা সবাই মিলে একটি পরিবার। আপনাদের জন্যই (জেলা প্রতিনিধি) আজ ঢাকা পোস্ট অনন্য উচ্চতায়। প্রতিনিধিরাই ঢাকা পোস্টের প্রাণ, আপনাদের তথ্যবহুল, নির্ভরযোগ্য প্রতিটি নিউজের জন্যই পাঠকপ্রিয়তার উচ্চ শিখরে ঢাকা পোস্ট। গ্রহণযোগ্য, নির্ভরযোগ্য সংবাদ এবং সাংবাদিকতা কাকে বলে আপনারা প্রতি মুহূর্তে প্রমাণ দিয়ে আসছেন। 

পরে তিনি সকল প্রতিনিধির উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মাহাবুর আলম সোহাগ প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, যাদের সারা দিনের অক্লান্ত পরিশ্রমে পাঠকের কাছে পৌঁছে যায় সারা দেশের খবর, তাদের জন্যই আজকের আয়োজন। এই আয়োজনের মূল লক্ষ্যই ছিল আমরা যেন একে অপরের সঙ্গে সারাদিন অভিজ্ঞতা বিনিময় করতে পারি, সবাই সবার কথা শুনতে পারি, বলতে পারি। মিলনমেলার এই দারুণ মুহূর্তগুলো উপভোগ করতে পারি।

সারা দেশের সব জেলা থেকেই এই মিট দ্যা এডিটর অনুষ্ঠানে যোগ দিয়েছেন ঢাকা পোস্টের প্রতিনিধিরা। 

রাজশাহীর নিজস্ব প্রতিবেদক শাহিনুল আশিক বলেন, সত্যিই দারুণ একটা আয়োজনের দিন আজ। আমরা সবাই সবাইকে চিনি, সবার ভার্চুয়ালি যোগাযোগ হয় নিয়মিত, কিন্তু স্বশরীরে দেখা খুব কমই হয় সবার সঙ্গে। আজকে ঢাকা পোস্টের মিট দ্যা এডিটর অনুষ্ঠানে এসে পরিচিত সবাইকে বুকে জড়িয়ে নেওয়ার সুযোগ হয়েছে। আজকে আমাদের মিলনমেলার দিন। মন খুলে সব কিছু বলার দিন আজ। সব মিলিয়ে এতটা ভালো লাগছে আজকের অনুষ্ঠান যা ভাষায় প্রকাশ করার মতো নয়। দিনব্যাপী খুনসুটি, হাসি, আলাপ, একে অপরের কথা শোনা, ছবি তোলা, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের নিয়ে সময় কাটানোর দিন আজ।

নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে নেত্রকোণা জেলা প্রতিনিধি মুন্না দেবনাথ বলেন, হাসি আনন্দ, নিজেদের কথা, অভিজ্ঞতা বিনিময়ের দিন আজ। যে কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই আমরা আজ ঢাকায় এসে উপস্থিত হয়েছি। ঢাকা পোস্টে সবাই মিলেই আমরা একটি পরিবার। পরিবারের সবার সঙ্গে আজ দেখা হবে, মন খুলে কথা হবে, অফিসের দিকনির্দেশনা শুনব, আমাদের নিজেদের কথাগুলোও বলব- সব মিলিয়ে দারুণ এক প্রতীক্ষিত দিন আজ আমাদের জন্য।

তিনি বলেন, এখানে এসে এতটাই ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সব মিলিয়ে বলতে হয়, ঢাকা পোস্টের আজকের মিট দ্যা এডিটর আয়োজনটি আসলেই দারুণ, অসাধারণ এক আয়োজন।

এএসএস/এমএসএ