চট্টগ্রাম মহানগরীর চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদুল আজম শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চকবাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। 

তিনি জানান, তাকে (শাহেদুল আজম শাকিল) গত রাতে গ্রেপ্তার করা হয়েছে, আজ তাকে আদালতে প্রেরণ করা হবে। বিস্তারিত বিষয় নিয়ে শিগগিরই প্রেস রিলিজ দেওয়া হবে। 

শাহেদুল আজম শাকিল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এবং ২০২২ সালে ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 

আরএমএন/এমএসএ