চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চন্দনাইশে কক্সবাজার এক্সপ্রেসে কাটা পড়ে নয়ন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড উত্তর মুরাদাবাদ উত্তর পাশে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত নয়ন পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড খলিল সওদাগরের বাড়ির আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। এ সময় চন্দনাইশের উত্তর মুরাদাবাদ রেললাইনে কাটা পড়েন এক যুবক। এতে তার শরীর তিন টুকরো হয়ে যায়।
বিজ্ঞাপন
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঢাকা পোস্টকে বলেন, চন্দনাইশে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএমএন/এমএন