২৭তম বিসিএসের প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের মধ্যে যারা প্রবেশপত্র চেয়ে পিএসসিতে আবেদন করেছেন তাদের অনলাইনে সেটি সংগ্রহের নির্দেশ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

সোমবার (২৯ সেপ্টেম্বর) কমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৭তম বিসিএস-এর প্রথম পর্যায়ে সুপারিশপ্রাপ্তদের মধ্যে যেসব প্রার্থী প্রবেশপত্র চেয়ে আবেদন করেছেন তারা www.bpsc.gov.bd অথবা bpsc.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্রে কোনো তথ্য না থাকলে প্রার্থীকে তাৎক্ষণিকভাবে প্রোফাইল আপডেট করে তথ্য সাবমিট করতে হবে। এরপর ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে পুনরায় লগইন করে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রোফাইল তথ্য পূরণের পর ইউজার আইডি ও পাসওয়ার্ড টেলিটকের মাধ্যমে প্রার্থীর মোবাইল নম্বরে পাঠানো হবে।

এর আগে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি ২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে নির্দেশ দেন আপিল বিভাগ। 

আরএইচটি/এমজে