পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী একযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দসহ বিভিন্ন অপরাধে জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলায় পৃথক অভিযানে ৪টি মামলায় ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় ১ হাজার ৭৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। পাশাপাশি বাজার ও সুপারশপে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং দোকান মালিক ও সাধারণ জনগণকে সতর্ক করা হয়।

ঢাকার মিরপুর বাংলা কলেজ এলাকায় অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমনের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৫টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। কয়েকটি পরিবহনের চালককে সতর্ক করা হয়।

এছাড়া শব্দ দূষণ নিয়ন্ত্রণে ঢাকার খিলক্ষেত, বনানী ও মিরপুরসহ নারায়ণগঞ্জ ও রাজবাড়ীতে ৫টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এতে ১৯টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় এবং ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একইসঙ্গে কয়েকজন চালককে সতর্ক করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসএইচআর/জেডএস