ডেঙ্গু নিয়ন্ত্রণ নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের
ডেঙ্গু নিয়ন্ত্রণ নাগরিকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নগরভবন অডিটরিয়ামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির (সিএলসিসি) প্রথম সভায় তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞাপন
ডিএসসিসি প্রশাসক বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে নাগরিকদের এ বিষয়ে আরও সচেতন ও সম্পৃক্ত হতে হবে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের নিজেদের কাজগুলো করে যাচ্ছি। এর সঙ্গে সচেতন হওয়া এবং নাগরিকদের নিজ নিজ জায়গা থেকে সম্পৃক্তও হতে হবে।
এ ছাড়া সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির সদস্যদের সহযোগিতা কামনা করে মো. শাহজাহান মিয়া বলেন, জুলাই পরবর্তী নাগরিক প্রত্যাশা পূরণে সিএলসিসি কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা, তাদের মাধ্যমে সরাসরি নাগরিকদের মতামতের প্রতিফলন হয়।
বিজ্ঞাপন
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়, সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটি (সিএলসিসি) সভায় আলোচনাপূর্বক উন্নয়ন ও সেবামূলক কর্মপরিকল্পনা সুপারিশ করতে পারে। এ সভায় সিটি কর্পোরেশনের বার্ষিক বাজেট ও উন্নয়ন পরিকল্পনা, আর্থিক বিবরণীসহ বার্ষিক অর্জন সম্পর্কিত প্রতিবেদন, নাগরিক জরিপ, সামাজিক সমস্যাবলি সমাধানের জন্য গৃহীত পদক্ষেপ, সিটি কর্পোরেশনের সেবাসমূহের মান উন্নয়ন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও নাগরিকদের যথাযথভাবে সেবা প্রদানে চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা হয়।
এ ছাড়া সভায় সদস্যরা ডিএসসিসির সার্বিক কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সুপারিশ প্রদান করেন এবং সিটি কর্পোরেশন নাগরিক জরিপে অংশগ্রহণ করেন।
সভায় ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ সব বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।
এএসএস/এসএসএইচ