বংশালে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলছিল স্কুলছাত্রের মরদেহ
রাজধানীর বংশাল বি.কে. গাঙ্গুলী লেন এলাকায় নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (১৫) নামে এক স্কুলছাত্রের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার অভিযোগ উঠেছে। আশফাক নবকুমারী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরের দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা গেছে, আশফাক নবকুমারী স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র। গতকাল রাতে পরিবারের অগোচরে সে গলায় ফাঁস দেয়। পরে পরিবারের সদস্যরা দরজা ভেঙে তাকে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আশফাকের ভাই আলিফ বলেন, রাতে আমরা ঘরে ছিলাম। হঠাৎ দেখি দরজা বন্ধ। পরে দরজা ভেঙে দেখি সে ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও আমার ভাইকে বাঁচানো যায়নি।
তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে, সে বিষয়টি পরিবার নিশ্চিত করতে পারেনি।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) সজল রায় জানান, আমরা ঢাকা মেডিকেল থেকে তার মরদেহ উদ্ধার করি। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠাই। তবে কী কারণে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এবং এর পিছনে অন্য কোনো কারণ আছে কি না, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এসএএ/এমজে