বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে ‘ওয়াটরফল মেকওভার’ নামের একটি বিউটি পার্লারের যাত্রা শুরু হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর রমনার পুনাক ভবনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে এ বিউটি পার্লারের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুনাক সভানেত্রী আফরোজা হেলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সভাপতি ডি এম তায়েব।

বিউটি পার্লারটি দেশের স্বনামধন্য মেকওভার আর্টিস্ট দ্বারা পরিচালিত হবে। প্রতিষ্ঠানটি থেকে তুলনামূলক সাশ্রয়ী দামে পুলিশের বর্তমান ও সাবেক নারী সদস্যসহ সাধারণ নারীরাও রূপচর্চার সেবা নিতে পারবেন।

স্বাগত বক্তব্যে পুনাক সভাপতি আফরোজা হেলেন বলেন, আমাদের এই এলাকায় (রমনা-মগবাজার) তেমন ভালো কোনো বিউটিপার্লার নেই। এখানে (পুনাক ভবন) যেহেতু জায়গা আছে, নারী সদস্যরা যাতে রূপচর্চা করতে পারেন, সেই ভাবনা থেকেই পুনাকের উদ্যোগে এই বিউটি পার্লার করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্য শেষে পুনাকের সদস্য ও অতিথিরা কেক কেটে ওয়াটরফল মেকওভারের উদ্বোধন করেন। এরপরই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুনাক সূত্রে জানা যায়, বিউটি পার্লারে সব ধরনের সেবা অতি সুলভ মূল্যে দেওয়া হবে। এছাড়া ভবনটির নিচে সব সময় পুলিশ সদস্যরা নিয়োজিত থাকেন। একই সঙ্গে পার্লারটি সিসিটিভির আওতায় থাকায় সাধারণ নারীরাও স্বস্তিতে সেবা নিতে পারবেন।

আরএম/এমএন