রাজধানীর ডেমরায় পারিবারিক কলহের জেরে আফসার হোসেন সাকিব (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ অক্টোবর) মাতুয়াইল মুসলিম নগরে নিজ বাসায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টার দিকে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে আনা হয়।

নিহত আফসার হোসেন সাকিবের বাড়ি ওয়ারী এলাকার ৪/৩ আর কে মিশনে। তিনি মৃত সাজু আলমের ছেলে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মাতুয়াইল মুসলিম নগরে বসবাস করতেন।

নিহতের ফুফাতো ভাই পারভেজ হোসেন বাবু জানান, সকালে পারিবারিক কলহের জেরে সাকিব নিজ বাসার বারান্দার গ্রিলের সঙ্গে গামছা প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশীরা থানায় খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে মনে হচ্ছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। ঘটনাটি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছে।

এসএএ/এসএসএইচ