যাত্রাবাড়ীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুই যুবক আহত
রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
সোমবার (১৩ অক্টোবর) ভোরের দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহতরা হলেন- মো. তুহিন (২৬) ও আব্দুল হাকিম মিয়া (২৫)।
বিজ্ঞাপন
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল করিম জানান, ভোরের দিকে কুতুবখালী এলাকায় ছিনতাইয়ের সময় স্থানীয়রা দুই যুবককে ধরে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। হাসপাতালের জরুরি বিভাগে তাদের চিকিৎসা শেষে আবার তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা পুলিশ হেফাজতে রয়েছে।
এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
এসএএ/জেডএস