‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’ সংশোধনের দাবিতে হঠাৎ সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভে নেমেছেন ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ অবরোধে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। ভ্যাপসা গরমে জ্যামে আটকে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ ও বাসযাত্রীরা। দীর্ঘসময় যানবাহন আটকে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে দেখা গেছে, সায়েন্সল্যাব মোড়ে কয়েক দিক থেকে আসা যানবাহন আটকে রেখেছেন শিক্ষার্থীরা। আজিমপুর, নীলক্ষেত, শাহবাগ, ধানমন্ডি, মোহাম্মদপুর ও কলাবাগানসহ বিভিন্ন দিক থেকে আসা যানবাহন থেমে আছে দীর্ঘ লাইনে। ফলে পুরো এলাকায় যানচলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। আশপাশের ছোট সড়কগুলোতেও যানজট তৈরি হয়েছে। 

শারমিন নাহার নামে এক বাস যাত্রী বলেন, হঠাৎ করে এমন অবরোধের মুখে পড়তে হয়েছে। আমরা যারা অফিসে যাই বা কাজে বের হই, তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছি। ১০ মিনিটের পথ প্রায় ঘণ্টার বেশি সময় ধরে বসে আছি। 

নিউমার্কেটের ব্যবসায়ী রিয়াজ উদ্দিন বলেন, আজকে নিউমার্কেট বন্ধ। ছুটির দিনে আমার দোকানে মাল দিতে যাচ্ছিলাম, এখন গাড়িসহ আটকা পড়েছি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন। তাদের অভিযোগ, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর বর্তমান ধারায় ঢাকা কলেজের ইন্টারমিডিয়েট ক্লাস বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কলেজটির শতবর্ষের ঐতিহ্য হারিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

অন্যদিকে, অবরোধের ঘটনায় সায়েন্সল্যাব এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরএইচটি/এসএম