প্রতীকী ছবি।

রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশ থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

শনিবার (১৯ জুন) রাত ৮টার দিকে পল্টন থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাত পৌনে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে নেয়।

এ বিষয়ে পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে রাতে স্টেডিয়ামের ১ নম্বর গেট সংলগ্ন ফুটপাত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয় ও আশপাশের কেউ তার নাম-পরিচয় জানাতে পারেনি। 

তবে আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, অজ্ঞাতনামা ওই ব্যক্তি গুলিস্তান এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। তিনি ওই এলাকায় ফুটপাতে থাকতেন। আজ (শনিবার) সন্ধ্যায় অসুস্থ অবস্থায় ফুটপাতে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

এসএএ/এইচকে