মিরপুরে আগুনে শ্রমিক নিহত : বিলসের শোক ও ক্ষোভ
ঢাকার মিরপুর রূপনগর আবাসিক এলাকায় অবৈধ কেমিক্যাল গুদামে বিস্ফোরণ এবং পাশের গার্মেন্টস কারখানা শাহ আলী ওয়াশিং লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৬ শ্রমিক নিহত ও বহু আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)।
বুধবার (১৫ অক্টোবর) সংবাদমাধ্যমে বিলসের উপ-পরিচালক (তথ্য) মো. ইউসুফ আল-মামুনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবরের এই মর্মান্তিক ঘটনায় নিহত ও আহত শ্রমিকদের পরিবার যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়, তা নিশ্চিত করতে হবে। সেইসঙ্গে অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত, দায়ীদের শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে আইন প্রয়োগে কঠোরতা আনতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিলস বলেছে, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী রূপনগরের একটি আবাসিক এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত কেমিক্যাল গুদাম থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়, যা পাশের গার্মেন্টসের ওয়াশিং ইউনিটে ছড়িয়ে পড়ে। এই গার্মেন্টসের ছাদে যাওয়ার সিঁড়ি তালাবদ্ধ থাকায় শ্রমিকরা বের হতে না পেরে প্রাণ হারান। এই ঘটনাকে কেবল বেআইনি নয়, বরং চরম মানবাধিকার লঙ্ঘন বলে উল্লেখ করেছে বিলস।
প্রতিষ্ঠানটি আরও জানায়, দেশের বিভিন্ন স্থানে কেমিক্যাল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বাড়লেও এসব ঘটনার উপযুক্ত বিচার বা দায়ীদের শাস্তির নজির এখনও গড়ে ওঠেনি। রানা প্লাজা ধস, তাজরীন গার্মেন্টস অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনায় বহু প্রাণহানির পরও বিচারহীনতার সংস্কৃতি আজ অসহায় শ্রমজীবী মানুষের জীবনকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে।
এসব ঘটনার মূল কারণ হলো দায়িত্বহীনতা, অবহেলা এবং অসাধু মালিকদের মুনাফালোভী মানসিকতা। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত পরিদর্শন ও আইন বাস্তবায়নের অভাবও এসব দুর্ঘটনায় ভূমিকা রাখছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ধরনের দুর্ঘটনার তদন্তে শুধু সরকার নয়, ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার ও মানবাধিকার সংগঠনগুলোর সম্পৃক্ততাও জরুরি, যাতে তদন্তে স্বচ্ছতা আসে এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায়।
বিলস সব নিহত শ্রমিকদের প্রতি গভীর শ্রদ্ধা ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছে।
এমএইচএন/এমএসএ