চট্টগ্রামে করোনায় একজনের মৃত্যু, শনাক্তের হার ২১.১৮
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩৬ জন। শনাক্তের হার ২১ দশমিক ১৮ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। রোববার (২০ জুন) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য গেছে।
জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে ৬৪২ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রাম নগরের ৬৭ জন এবং বিভিন্ন উপজেলার ৬৯ জন রয়েছেন।
বিজ্ঞাপন
উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে বাঁশখালীর তিন জন, লোহাগড়ার একজন, আনোয়ারার একজন, চন্দনাইশের একজন, পটিয়ার তিনজন, রাঙ্গুনিয়ার দুই জন, রাউজানের একজন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর চার জন, সীতাকুণ্ডের ১৩ জন ও মিরসরাইয়ের ১০ জন রয়েছেন।
চট্টগ্রামে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ৯৮১ জন। মোট শনাক্তদের মধ্যে চট্টগ্রাম নগরীর ৪৪ হাজার ১০০ জন। আর জেলার বিভিন্ন উপজেলার ১১ হাজার ৮৮১ জন রয়েছেন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে যে একজন মারা গেছেন, তিনি নগরের বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ৬৫৭ জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৬০ জন চট্টগ্রাম নগরের আর বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৯৭ জন।
বৃহস্পতিবার (১৭ জুন) চট্টগ্রামে ১৬৯ জনের করোনা শনাক্ত হয় আর মৃত্যু হয় দুই জনের। শনাক্তের হার ছিল ১৪ দশমিক ৪৪ শতাংশ। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামে করোনায় চার জনের মৃত্যু হয় আর আক্রান্ত শনাক্ত হয়েছিল ২২২ জন। শনাক্তের হার ছিল ১৯ দশমিক ২৮ শতাংশ। শনিবার (২০ জুন) চট্টগ্রামে ১৫৭ জনের করোনা শনাক্ত হয়, মৃত্যু হয় দুই জনের। শনাক্তের হার ছিল ১৬ দশমিক ০২ শতাংশ।
কেএম/এসএসএইচ