তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষা
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
টাইফয়েড টিকা নিয়ে গুজব ছড়াচ্ছে, সরকার কী করছে
সরকারের উদ্যোগে দেশজুড়ে শিশুদের দেওয়া হচ্ছে টাইফয়েডের টিকা, তার সঙ্গে নানা গুজবও ছড়াচ্ছে। এই টিকা নিলে মেয়েরা ভবিষ্যতে মা হতে পারবে না, ছেলেশিশুরা হারাবে পুরুষত্ব, এই টিকার পেছনে বৈশ্বিক বাণিজ্যের খেলা আছে, বাংলাদেশ গরিব দেশ বলে শিশুদের গিনিপিগ বানানো হচ্ছে—এমন সব গুজবে অভিভাবকেরা হয়ে পড়েছেন বিভ্রান্তিতে।
বিজ্ঞাপন
আজকের পত্রিকা
৪৫টি কোম্পানির ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়ে গেছে: ঔষধ শিল্প সমিতি
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে গত শনিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে। এতে এই শিল্প খাতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি। সমিতির দাবি, দেশের শীর্ষস্থানীয় ৪৫টি কোম্পানির প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন
যুগান্তর
নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না
আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন মতামত দিয়েছে। তারা বাংলাদেশকে জানিয়ে দিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া ঋণের ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করবে না। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর তাদের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবে। এরপর চলমান সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি আদায় করেই ঋণের অর্থ ছাড় করতে চায়। ষষ্ঠ কিস্তি বাবদ আইএমএফ-এর কাছ থেকে ৮০ কোটি ডলারের কিছু বেশি অর্থ পাওয়ার কথা।
কালের কণ্ঠ
তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফেরার অপেক্ষা
বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকারে ফেরার দিকে এখন সবার চোখ। তারই লক্ষ্যে আজ আপিল বিভাগে হবে শুনানি। নানা ঘটনা পরম্পরার পর এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। শুনানির পরই আসবে কাঙ্ক্ষিত রায়।
শেখ হাসিনার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সেই রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে গত বছর ২৭ আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ছয়টি আবেদন করেন বিভিন্ন ব্যক্তি। এসব আবেদনে প্রাথমিক শুনানির পর একটি আবেদনে আপিলের অনুমতি দেন। আজ (মঙ্গলবার) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে এই আপিলের শুনানি হওয়ার কথা। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকায় ৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছে মামলাটি।
যুগান্তর
১২ হাজার কোটি টাকার ক্ষতি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১২ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এর মধ্যে গার্মেন্ট অ্যাক্সেসরিজ শিল্পের ২৮ কোটি টাকা ও ওষুধশিল্পের ২০০ কোটি টাকার কাঁচামাল পুড়েছে। ফলে রপ্তানিমুখী শিল্পের সাপ্লাই চেইনে ব্যাঘাত ঘটতে পারে। এ অগ্নিকাণ্ডের পেছনে রাজনৈতিক ও পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র থাকতে পারে।
কালের কণ্ঠ
পাসের হার কম, শিক্ষার্থীসংকটে পড়বে বেসরকারি বিশ্ববিদ্যালয়
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। ২০২৫ সালের পরীক্ষায় গড় পাসের হার ৫৮.৮৩ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৮.৯৫ শতাংশ এবং জিপিএ ৫ কমেছে ৭৬ হাজার ৮১৪ জন। ফলে উচ্চশিক্ষায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শীর্ষ কিছু প্রতিষ্ঠানে ভর্তিতে প্রতিদ্বন্দ্বিতা হলেও অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজ স্বাভাবিকভাবেই শিক্ষার্থীসংকটে পড়বে।
বণিক বার্তা
এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে ব্যয় ২০ হাজার কোটি টাকারও বেশি
সরকার তার কর্মচারীদের দক্ষতা উন্নয়নে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে। কিন্তু প্রশিক্ষণ সম্পন্ন না করে সম্মানী-ভাতা উত্তোলন, স্বাক্ষর জাল করে প্রশিক্ষণের অর্থ গ্রহণ, বিদেশে প্রশিক্ষণের নামে অর্থ লোপাট, বেশি প্রশিক্ষণার্থীর অংশগ্রহণ দেখিয়ে অর্থ আত্মসাতের মতো অনেক অভিযোগ পাওয়া গেছে বিভিন্ন সময়ে। অর্থ বিভাগের তথ্য বলছে, গত এক দশকে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণে বাজেট থেকে ২০ হাজার কোটি টাকারও বেশি অর্থ ব্যয় হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, প্রশিক্ষণে জন্য বিপুল অংকের এ অর্থ ব্যয়ের সুফল দৃশ্যমান নয়।
যুগান্তর
৯৬ অ্যাকাউন্টে ৬০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন
একটি হুন্ডি মাফিয়া চক্রের দুই শতাধিক সদস্যের বিরুদ্ধে অর্থপাচারসহ নানা অপরাধের তথ্য পেয়েছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই তথ্য জানিয়ে সিআইডি সূত্র বলছে, তারা হুন্ডির মাধ্যমে অর্থ লেনদেনের পাশাপাশি স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত।
প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে সিআইডি বলছে, এই চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাঁরা দেশ থেকে স্বর্ণ চোরাচালানসহ অবৈধভাবে দেশ থেকে অর্থপাচারে জড়িত।
ইত্তেফাক
দাবি আদায়ে অনড় শিক্ষকরা
দশম দিনে গড়িয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলন। মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে অনড় তারা। দাবি আদায়ে গতকাল সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছেন। রবিবার সরকার মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বাড়িভাড়া ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিলেও তা প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠাগুলোতে চলছে কর্মবিরতি। শিক্ষকদের আন্দোলন ঘিরে বিপাকে পড়েছে শিক্ষা মন্ত্রণালয়। দাবি যৌক্তিক উল্লেখ করে তারা একাধিকবার বৈঠক করেও সুরাহা করতে পারেনি। আন্দোলনরতরা চাচ্ছেন মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া। প্রথম ধাপে ১০ শতাংশ এবং পরের বছরে ২০ শতাংশ করার নিশ্চয়তা। শিক্ষা মন্ত্রণালয়ও চাচ্ছে আপাতত শিক্ষকদের বাড়িভাড়া ১০ শতাংশ করতে। কিন্তু অর্থ মন্ত্রণালয় ৫ শতাংশের বেশি দিতে চায় না। দুই মন্ত্রণালয়ের রশি টানাটানিই মূলত দাবি আদায়ে বাধা হয়ে দাঁড়িয়েছে। ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটে’র ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন করে আসছেন শিক্ষক-কর্মচারীরা।
বণিক বার্তা
নির্মাণকাজে ধীরগতি জনভোগান্তি বাড়াচ্ছে ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ে প্রকল্প
রাজধানীর দ্বিতীয় দ্রুতগতির উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হচ্ছে ঢাকা-আশুলিয়ার মধ্যে। উড়াল সড়কটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় ২০২২ সালের নভেম্বরে। শুরু থেকেই এ প্রকল্পে চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ ও অর্থ ছাড় করছে সরকার। তবে অর্থ সরবরাহ নিরবচ্ছিন্ন থাকলেও বিলম্বিত হচ্ছে এর বাস্তবায়ন। এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের জুনে। কিন্তু সংশ্লিষ্টরা জানিয়েছেন, এর জন্য আরো অন্তত দেড় বছর সময় বেশি লাগতে পারে। মেয়াদের সঙ্গে প্রকল্পের ব্যয় বৃদ্ধিরও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।
প্রথম আলো
দ্রুত জানতে পেরেও শুরুতে কেন কার্গো ভিলেজের আগুন নেভানো যায়নি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘কার্গো ভিলেজ কমপ্লেক্সে’ আগুনের খবর দ্রুতই পেয়েছিল বিমানবন্দরের নিজস্ব অগ্নিনির্বাপণ দল। তবে অগোছালোভাবে রাখা পণ্যের স্তূপের কারণে তারা উৎসের কাছে গিয়ে আগুন নেভানোর সুযোগ পায়নি। দূর থেকে পানি ছিটিয়ে লাভ হয়নি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিজস্ব ফায়ার স্টেশনের একাধিক কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
কালবেলা
মাউশি ডিজির চেয়ার পেতে ৬১ কর্মকর্তার দৌড়ঝাঁপ
দেশের শিক্ষা প্রশাসনের শীর্ষ পদ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) মহাপরিচালকের চেয়ার ঘিরে চলছে নজিরবিহীন দৌড়ঝাঁপ। ১৪ মাসের মধ্যে তিন ডিজি পরিবর্তনের পর নতুন ডিজি নিয়োগে এবার প্রকাশ্যে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়, যা শিক্ষা প্রশাসনের ইতিহাসে নতুন দৃষ্টান্ত। তবে বিজ্ঞপ্তির ইতিবাচক বার্তার আড়ালেই চলছে জোর তদবির, প্রচারণা ও পাল্টা প্রচারণা।
সমকাল
গুম-খুনের শক্ত বিচার, আ.লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান
বাংলাদেশের নাগরিকদের অধিকার ও স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচসহ (এইচআরডব্লিউ) ছয়টি আন্তর্জাতিক সংগঠন। এতে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার সুরক্ষা কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলটির নেতাকর্মীর নির্বিচারে গ্রেপ্তার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।
বিবিসি
অস্ত্রের পেছনে খরচ বাড়লে জলবায়ুর জন্য ঝুঁকি কীভাবে বাড়ে?
বিশ্বজুড়েই বিভিন্ন দেশের সামরিক বাহিনীগুলো অরও আধুনিক অস্ত্র পাওয়ার জন্য তোড়জোর চালাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে নানাভাবে নিরাপত্তা ঝুঁকি বাড়তে থাকাও এর একটা কারণ। তবে এসব বাহিনীগুলোর কর্মকাণ্ডও কার্বন নিঃসরণ ক্রমাগত বাড়িয়ে চলেছে।
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক প্রতিবেদনে সতর্ক করেছেন— সামরিক খরচ বাড়তে থাকার প্রবণতা জলবায়ু বিপর্যয়কে আরও ত্বরান্বিত করছে।
আজকের পত্রিকা
পদ্মা সেতু রেলসংযোগ: ট্রেন আসে, ট্রেন যায়, স্টেশন তাকিয়ে রয়
পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পের ২০টি স্টেশনের ৮টিতেই কোনো ট্রেন থামে না। ফলে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত রেললাইন চালুর ১০ মাস পরও ট্রেন থামার অপেক্ষায় এসব স্টেশন। ট্রেন না থামায় এই রেলপথের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এসব এলাকার মানুষ। অন্যদিকে কার্যক্রম একপ্রকার বন্ধ থাকায় আধুনিক এসব স্টেশন ভবন নষ্ট হচ্ছে। পর্যাপ্ত জনবলের অভাবে কিছু স্টেশন থেকে সরঞ্জাম চুরি হচ্ছে।