ভেজাল তেলে গাড়ির ক্ষতি, খরচ বাড়ছে মালিকদের
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
সরকারকে ‘তত্ত্বাবধায়কের’ ভূমিকায় চায় বিএনপি
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে এখন থেকে নিরপেক্ষ ‘তত্ত্বাবধায়ক’ সরকারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। সে সঙ্গে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ‘দল-ঘনিষ্ঠদের’ বিষয়ে পদক্ষেপ নিতে বলেছে দলটি।
বিজ্ঞাপন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির তিন সদস্যের প্রতিনিধিদল গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলে।
বণিক বার্তা
দক্ষিণ-পূর্ব এশিয়ায় প্রতারণার অস্ত্র হয়ে উঠছে ‘স্টারলিংক’, উদ্বেগ বাংলাদেশেও
ইলোন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ এখন দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রতারণা চক্রের নতুন অস্ত্র হয়ে উঠছে। মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, ফিলিপাইন ও পূর্ব তিমুরে এ স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে গড়ে উঠেছে ‘স্ক্যাম সিটি’। যেগুলো রোমান্স স্ক্যাম (ভুয়া প্রেমের সম্পর্ক গড়ে টাকা হাতানো), বিনিয়োগ প্রতারণা বা পিগ-বাচারিং, অবৈধ অনলাইন জুয়া ও ক্রিপ্টো জালিয়াতি, মানি লন্ডারিং, মানব পাচার ও জোরপূর্বক শ্রম, মাদক পাচার, অপহরণ ও মুক্তিপণ আদায়, অবৈধ ব্যাংকিংয়ের মতো অপরাধের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রযুক্তির এ অপব্যবহার এখন বাংলাদেশের জন্যও উদ্বেগের কারণ হয়ে উঠছে।
প্রথম আলো
দেশে সড়ক দুর্ঘটনার উচ্চ ঝুঁকি এই ২১ জায়গায়
ব্যবসায়ী বিলু চৌধুরী গত জুনে বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের সামনে দুর্ঘটনায় আহত হন। তিনি রাস্তা পার হচ্ছিলেন। তাঁকে ধাক্কা দেয় একটি তিন চাকার যান। রাজধানীর একটি হাসপাতালে ১৫ দিন চিকিৎসাধীন থাকার পর বিলু চৌধুরীর মৃত্যু হয়।
বিলু চৌধুরী যেখানে আহত হয়েছিলেন, সেই জায়গায় নিয়মিতই দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি ঢাকা-বগুড়া মহাসড়কের একটি অংশ। শুধু এ অংশে নয়, শেরপুর উপজেলার উত্তরে দশমাইল এলাকা থেকে দক্ষিণে সীমাবাড়ি পর্যন্ত ২১ কিলোমিটার মহাসড়ক দুর্ঘটনাপ্রবণ।
সমকাল
৪০ গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি
চাঁদার দাবিতে রাজধানীর বিভিন্ন গাড়ির শোরুমের সামনে একের পর ককটেল নিক্ষেপ ও ফোনে ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা। গত ছয় মাসে অন্তত ৪০ গাড়ি ব্যবসায়ীর কাছে চাঁদা চেয়ে ফোন করা হয়েছে। চাঁদা না দিলে তাদের পরিবারের সদস্যদের অপহরণ করার হুমকিও দিয়েছে এ চক্র।
এদিকে গাড়ির শোরুমে চাঁদার প্রতিবাদে রোববার রাস্তায় নেমে প্রতিকার চাইলেন রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীরা। এমনকি ব্যবসায়ীদের মানববন্ধনের পর বিদেশ থেকে ফোন করে চাঁদাবাজ চক্র তাদের শাসিয়েছে।
আরও পড়ুন
বণিক বার্তা
সারের ডিলারশিপ বেড়ে হচ্ছে দ্বিগুণ
দেশে সার বিতরণে ডিলার নিয়োগের কার্যক্রম এতদিন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) অধীন ছিল। ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণসংক্রান্ত সমন্বিত নীতিমালা ২০০৯’-এর অধীনে সংস্থা দুটি সারা দেশে ডিলারশিপ নিয়োগ কার্যক্রম পরিচালনা করত। সম্প্রতি এ কার্যক্রম পুরোপুরি কৃষি মন্ত্রণালয়ের আওতায় নেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায় রয়েছে। সেই সঙ্গে সারের বর্তমান ডিলারশিপ সংখ্যা বাড়িয়ে প্রায় দ্বিগুণ করার পরিকল্পনাও নেয়া হয়েছে। কৃষি মন্ত্রণালয়-সংশ্লিষ্টরা বলছেন, সার বিতরণে শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে এ উদ্যোগ সুফল দেবে। তবে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন সার ডিলারদের সংগঠন-সংশ্লিষ্টরা। নতুন ডিলারশিপ নিয়োগকে কেন্দ্র করে কোনো সংকট সৃষ্টি হলে তা সার সরবরাহ চেইনকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে আশঙ্কা করছেন ডিলারদের অনেকে।
প্রথম আলো
ভেজাল তেলে গাড়ির ক্ষতি, খরচ বাড়ছে মালিকদের
নিশান এক্সট্রেইল গাড়ির হাইব্রিড মডেল ব্যবহার করেন সরকারি কর্মকর্তা হাসান মূর্তাজা। সাভার ও আমিনবাজারের দুটি পাম্প থেকে নিয়মিত অকটেন কেনেন তিনি। আগে প্রতি লিটারে ৮-৯ কিলোমিটার মাইলেজ পেতেন। দুই মাস ধরে ৫-৬ কিলোমিটারে নেমে এসেছে। নিয়মিত গাড়ি পরীক্ষা করান, গাড়িতে কোনো ত্রুটি নেই। তবু মাইলেজ কমে গেছে।
সমকাল
সড়কে ১২ বছরে এক লাখ ১৬ হাজার মৃত্যু
দেশের সড়ক-মহাসড়কে বিশৃঙ্খলা কাটছে না। লাফিয়ে বাড়ছে দুর্ঘটনা ও মৃত্যু। সড়ক দাপিয়ে ব্যাটারিচালিত রিকশাসহ অবৈধ যানবাহন চললেও আইনশৃঙ্খলা বাহিনী তা ঠেকাতে পারছে না। সড়ক নিরাপত্তা টাস্কফোর্স, জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলসহ সব সরকারি উদ্যোগ অকার্যকর। গত ১৫ মাসে সড়কে শৃঙ্খলা ফেরানো নিয়ে একটি সভাও হয়নি। এ পরিস্থিতিতে আজ বুধবার জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য– ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’। কিন্তু দেশের সড়কের বাস্তব চিত্র বলছে উল্টো। সরকারি ও বেসরকারি পরিসংখ্যানে দীর্ঘ হচ্ছে সড়কে মৃত্যুর মিছিল।
কালের কণ্ঠ
সড়কে শৃঙ্খলা ফিরবে কবে
বাংলাদেশে এখনো টেকসই ও নিরাপদ পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। দীর্ঘ ৫৪ বছরেও কার্যকর কোনো টেকসই পরিবহন কৌশল বাস্তবায়ন করা হয়নি। সড়কে প্রতিষ্ঠিত হয়নি শৃঙ্খলা। এতে দিন দিন সড়ক দুর্ঘটনা বাড়ছে।
হতাহত হচ্ছে বহু মানুষ।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সড়ক পরিবহন খাতের দুরবস্থা এসেছে রাজনৈতিক প্রভাব, দুর্নীতি, চাঁদাবাজি, সমন্বয়হীনতা ও জবাবদিহির অভাব থেকে। ব্যবস্থাপনায় সরকারি বিভিন্ন সংস্থা থাকলেও তাদের মধ্যে সমন্বয় নেই। ফলে সড়ক ব্যবস্থাপনা ভেঙে পড়ছে।
বণিক বার্তা
সড়কে নিয়ন্ত্রণহীন ব্যাটারি রিকশা, বাড়ছে দুর্ঘটনা-বিশৃঙ্খলা
রাজধানী ঢাকাসহ দেশের সড়ক-মহাসড়কগুলোয় গত এক বছরে ব্যাপক হারে বেড়েছে ব্যাটারিচালিত রিকশার সংখ্যা। বেশির ভাগই সড়কে নামানো হয়েছে সাধারণ রিকশায় ব্যাটারি সংযোজন করে। এ ব্যাটারি বাহনটির গতি বাড়ালেও দুর্বল ব্রেকিং ব্যবস্থার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। চালকদের বড় অংশই অদক্ষতা, যত্রতত্র পার্কিং, এলোমেলো চলাচলের কারণে সড়কের বিশৃঙ্খলা বাড়িয়ে দিয়েছে বহু গুণে। নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে চলা ব্যাটারিচালিত রিকশা এখন দেশের সড়ক নিরাপত্তায় উদ্বেগের অন্যতম প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপট সামনে রেখে আজ দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় নিরাপদ সড়ক দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি।’
সমকাল
ওষুধ উৎপাদন ও সরবরাহে প্রভাব পড়তে পারে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুনে পুড়ে গেছে ওষুধের কাঁচামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ ও রাসায়নিকের গুদাম। এসব কক্ষ নতুন নির্মাণে সময় লাগবে অন্তত তিন মাস। এর মধ্যে আমদানি হওয়া কাঁচামাল বিমানবন্দরে সংরক্ষণ করা সম্ভব নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আশঙ্কা, কাঁচামাল সংরক্ষণের এই জটিলতা যদি দীর্ঘায়িত হয়, তাহলে তা ওষুধের উৎপাদন ও বাজারে সরবরাহে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
কালের কণ্ঠ
তিন চ্যালেঞ্জে অর্থনীতি
দেশের অর্থনীতি সংকটময় পরিস্থিতি পার করছে। কোনোভাবেই এতে স্বস্তি ফেরানো যাচ্ছে না। বিনিয়োগ স্থবিরতা, বেকারত্ব, উচ্চ মূল্যস্ফীতি, উচ্চ সুদের হার, রপ্তানি-রাজস্বে মন্দা অর্থনীতিকে ভোগাচ্ছে। আস্থাহীনতা অর্থনীতির গতিকে আরো মন্থর করে দিয়েছে।
কালবেলা
এক মাস আগে হত্যার ছক, কেনা হয় ছুরি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে হত্যার পরিকল্পনা এক মাস আগেই করা হয়। সেই পরিকল্পনার অংশ হিসেবে কেনা হয় ছুরি। এরপর গত রোববার সেই ছুরি দিয়ে হত্যা করা হয় জোবায়েদকে।
জোবায়েদ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দাবিতে করা সংবাদ সম্মেলনে গতকাল এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম ও ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী। তারা জানান, এই হত্যাকাণ্ডের কোনো রাজনৈতিক মোটিভ নেই। বরং ‘ত্রিভূজ প্রেমের’ কারণে হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে।
যুগান্তর
লোপাট ৫৭৭ কোটি টাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের আশীর্বাদে ৮টি কাজে অন্তত ৫৭৭ কোটি টাকা লোপাট হয়েছে-এমন অভিযোগ সংশ্লিষ্টদের। তাদের মতে-কাজ না করে বিল পরিশোধ, যোগসাজশ করে প্রাক্কলিত দর বাড়ানো, পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে এই মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রভাবশালী সিন্ডিকেট। এ ব্যাপারে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বিবিসি
বিএনপি নাকি জামায়াত - নির্বাচনী জোটে যাওয়া নিয়ে কী ভাবছে এনসিপি?
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে জোটকেন্দ্রিক ভোট নিয়ে নানা আলোচনা চলছে দেশের রাজনীতিতে। বিশেষ করে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে বিএনপি অথবা জামায়াতের নির্বাচনী জোট বা কোনও আসন সমঝোতা হয় কিনা, এ নিয়ে আগ্রহ রয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে।
এ নিয়ে দলদুটির সাথে এনসিপির অনানুষ্ঠানিক আলোচনাও চলছে বলে জানা গেছে। শেষ পর্যন্ত বিএনপি নাকি জামায়াত- কোন দলের সাথে যাবে এনসিপি, সেই আলোচনাও চলছে দলের মধ্যে।