কর্মকর্তাদের সমন্বয় বিল দাখিলের নির্দেশ রাজউকের
কর্মকর্তাদের প্রতি টাকার সমন্বয় বিল দাখিলের নির্দেশনা প্রদান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সূত্রে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞাপন
এর আগে রাজউকের উপপরিচালক (অর্থ) মোহাম্মদ আসাদুজ্জামান এ বিষয়ে একটি অফিস আদেশ জারি করেছেন।
অফিস আদেশে রাজউকের উপ-পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান উল্লেখ করেন, অগ্রিম গৃহীত সমন্বয় বিল দাখিল না করা পর্যন্ত নতুনভাবে কোনো অগ্রিম অর্থ প্রদান করা হবে না।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এছাড়া ছয় মাসের বেশি অসমন্বিত বিল অবশ্যই সমন্বয় করতে হবে। ছয় মাসের বেশি অসমন্বিত বিল সমন্বয় না করলে সংশ্লিষ্ট কর্মকর্তার আর্থিক দায়ভার হিসেবে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাশাপাশি কর্মকর্তাদের পরিচালিত বিভিন্ন স্থানে উচ্ছেদ বা মোবাইল কোর্টের জরিমানা আদায়ের রশিদ, জ্বালানি বিল ও গাড়িভাড়া সংক্রান্ত টাকার হিসাব সমন্বয় বিলের সঙ্গে সংযুক্ত করে হিসাব শাখায় জমা দিতে হবে।
এএসএস/এমএসএ