দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়ন, দলিল লেখকদের ভাতা বাস্তবায়নসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ দলিল লেখক সমিতি।

শনিবার (২৫ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ দলিল লেখক সমিতি কর্তৃক আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে এ দাবি তুলে ধরা হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব এমএ রশিদ, চেয়ারম্যান মো. শামসুল আরেফিন, সিনিয়র যুগ্ম মহাসচিব কে এস হোসেন টমাস প্রমুখ।

বক্তারা বলেন, একজন দলিল লেখক সামান্য সম্মানীর বিনিময়ে কাজ করে থাকেন। দলিল লেখকদের জন্য সম্মানী ভাতা বাস্তবায়ন করা হলে সেই ভাতাটা নিয়ে তারা নিতে পারবেন। তাই সংশ্লিষ্ট পক্ষের কাছে আমাদের দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি।

সংগঠনের দাবিসমূহ হলো-

১. দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের ভাতা বাস্তবায়ন করতে হবে। 

২. আইনমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক দলিল প্রতি সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

৩- লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতিত অন্যকেউ দলিল লিখতে ও মুসাবিদা করতে পারবে না, এই মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৪. থানা ও জেলা কমিটির সুপারিশ ব‍্যতিত অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স প্রদান করা যাবে না।

৫. থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

৬. যেহেতু সরবরাহকৃত কাগজ পত্রের ভিত্তিতে দলিল লেখা হয়, সেহেতু দলিল লেখকদের পেশাগত কারণে দলিল লেখক/মুসাবিদাকে আসামি করা যাবে না।

৭. দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

ওএফএ/এমএন