বিদ্যুৎ-জ্বালানি খাতে বিইপিআরসি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিল (বিইপিআরসি) দেশের বিদুৎ ও জ্বালানি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া উল আজিম।
রোববার (২৬ অক্টোবর) বাংলাদেশ বিদ্যুৎ ও জ্বালানি গবেষণা কাউন্সিলের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি দেশের গুরুত্বপূর্ণ দুটি খাত। এই দুই খাতে নতুন প্রযুক্তির উদ্ভাবন, বিদ্যমান প্রযুক্তির উন্নয়নে বিইপিআরসি কাজ করে থাকে। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ১৭টি প্রকল্প গ্রহণ করেছে, যার মধ্যে ছয়টি প্রকল্প চলমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ, বিইপিআরসির চেয়ারম্যান ওয়াহিদ হাসান প্রমুখ।
বিজ্ঞাপন
ওএফএ/এমজে