উপকূলীয় অঞ্চলে বাড়ছে স্বাভাবিক প্রসব
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
বিএনপি–জামায়াত দুই দিকেই দরজা খোলা রাখছে এনসিপি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলামী—দুই দলের সঙ্গেই যোগাযোগ রাখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার ঘোষণা দেয়নি। তবে সম্ভাব্য আসন সমঝোতা ও রাজনৈতিক বোঝাপড়ার বিষয়ে দুই দলের দিকেই দরজা খোলা রাখছে। উভয় দলের সঙ্গেই অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা করছেন এনসিপির নেতারা।
বিজ্ঞাপন
বণিক বার্তা
থার্ড টার্মিনালে ধীরগতি, চলমান বন্দর বিদেশীদের দিতে তোড়জোড়
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২১ হাজার ১৩৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন নতুন টার্মিনাল ভবন (থার্ড টার্মিনাল)। জাপানের একটি কনসোর্টিয়ামকে এ টার্মিনালের অপারেটর নিয়োগ করতে দীর্ঘ সময় ধরে দেনদরবার চালাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। প্রায় দুই বছর ধরে দরকষাকষি চললেও এখনো জাপানি কনসোর্টিয়ামকে চূড়ান্ত করা যায়নি। আবার থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি অপারেটর থাকলেও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মাধ্যমে সরকার বিমানকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিতে চায়।
যুগান্তর
কারাবন্দি ১৫ সেনা কর্মরত
গুম, খুনসহ মানবতাবিরোধী অপরাধের পৃথক তিন মামলার আসামি ২৫ সেনা কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো কর্মরত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম এ কথা বলেন। তিনি বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে ২৫ সেনা কর্মকর্তার মামলার তারিখ পরিবর্তন করে ২৩ ও ২৪ নভেম্বর ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
বণিক বার্তা
উৎপাদনের লক্ষ্যমাত্রা কমাল কৃষি অধিদপ্তর, বাজার অস্থিতিশীল হওয়ার শঙ্কা
রংপুরে পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের কৃষক মোকসেদুল ইসলাম। গত মৌসুমে ১২ লাখ টাকা ব্যাংক ঋণ ও জমি বন্ধকের টাকা দিয়ে ৩০ একর জমিতে আলু চাষ করেছিলেন। আশা ছিল ঋণ শোধ করেও লাভ থাকবে তার। তবে শেষ পর্যন্ত লাভ তো দূরে থাক খরচই ওঠাতে পারেননি। মাত্র ৭ লাখ টাকার আলু বিক্রি করেছেন মোকসেদুল। গত মৌসুমের লোকসানের কারণে এবার ২০ একর জমিতে আলু চাষ করবেন তিনি। শুধু মোকসেদুলই নন, গত বছর লোকসানে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকই এবার আলু চাষ কমিয়ে দেয়ার পরিকল্পনা করছেন। বিভিন্ন জেলায় খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পর্যালোচনাও বলছে, গত মৌসুমের তুলনায় এ মৌসুমে আলুর চাষ কম হবে। সেজন্য ২০২৪-২৫ অর্থবছরে দেশে উৎপাদিত আলুর চেয়েও চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করা হয়েছে। যদিও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিগত কয়েক বছরের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, আগের বছর যতটুকু উৎপাদন হয় পরের বছর তার চেয়ে বেশি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়।
যুগান্তর
কমতে পারে প্রায় ২১ হাজার কোটি টাকা
উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার। নানা উদ্যোগ সত্ত্বেও এক্ষেত্রে সফলতা আসেনি। বৈদেশিক সহায়তানির্ভর প্রকল্পগুলোর অবস্থা আরও খারাপ। এমন পরিস্থিতিতে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বড় অঙ্কের অর্থ বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এক্ষেত্রে কমতে পারে প্রায় ২১ হাজার কোটি টাকা। ইতোমধ্যেই বৈদেশিক ঋণের অংশ কাটছাঁটের প্রক্রিয়া শুরু করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)। আগামী ২ নভেম্বর থেকে মন্ত্রণালয় ও বিভাগগুলোর সঙ্গে শুরু হচ্ছে চার দিনের সিরিজ বৈঠক। ইআরডির সচিব শাহরিয়ার কাদের সিদ্দীকির সভাপতিত্বে সিরিজ বৈঠকে গত তিন মাসের অগ্রগতি পর্যালোচনা করে সংশোধিত এডিপির জন্য বরাদ্দ নির্ধারণসংক্রান্ত আলোচনাও হবে। খবর সংশ্লিষ্ট সূত্রের।
কালের কণ্ঠ
কড়া বার্তা বিএনপির
বিএনপি দেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাদের প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। এমনকি অনেক আসনে পাঁচ-ছয়জন থেকে শুরু করে ১০-১২ জন পর্যন্ত প্রার্থী মাঠে প্রচারণা চালাচ্ছেন। এতে ওই এলাকার বিএনপির নেতা-কর্মী, সমর্থক ও ভোটাররাও দ্বিধাবিভক্ত হয়ে পড়ছেন।
আজকের পত্রিকা
ভালো উদ্যোগে রিজার্ভে স্বস্তি
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরু হলে অস্থিতিশীলতা দেখা দেয় মার্কিন ডলারের বাজারে। টাকার বিপরীতে বাড়তে থাকে ডলারের দাম, ক্ষয় শুরু হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে। ২০২৪ সালের আগস্টে যখন শেখ হাসিনা সরকারের পতন ঘটে, সেই মাসে রিজার্ভ ২৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে নেমে আসে। গণ-অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার ও কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের এমন বিপজ্জনক পতন ঠেকাতে নানা উদ্যোগ নেয়। ফলে ১৪ মাসের ব্যবধানে রিজার্ভ বেড়েছে অন্তত ৭ বিলিয়ন ডলার।
কালের কণ্ঠ
অবৈধ রাইডে ঝরছে শিশুপ্রাণ
রংপুর চিড়িয়াখানায় গড়ে তোলা শিশু পার্কে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অনুমোদন নেই, এমন বিদ্যুত্চালিত রাইড পরিচালনা করা হচ্ছে। এসব রাইডের ধারেকাছে নিরাপত্তাবেষ্টনীও নেই। নিরাপত্তা নিশ্চিত না করে এবং নিবিড় তদারকি ছাড়াই সেগুলো পরিচালনা করা হচ্ছে। ফলে এগুলো প্রাণঘাতী হয়ে উঠেছে।
আজকের পত্রিকা
গ্যাস অনুসন্ধান ও উৎপাদন: দুই বড় প্রকল্পে সরকারের ব্যয় হবে ২,১৩২ কোটি
দেশে গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার বাপেক্সের সক্ষমতা বাড়াতে দুটি বড় প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে একটি হলো ‘২০০০ হর্স পাওয়ার রিগ ক্রয়’ এবং অন্যটি চারটি মূল্যায়ন ও উন্নয়ন কূপসহ শাহবাজপুর নর্থ-ইস্ট-১ অনুসন্ধান কূপ। দুটি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট বাজেট ধরা হয়েছে ২ হাজার ১৩২ কোটি টাকা।
কালবেলা
কর্মরত প্রতিনিধি না রেখে চূড়ান্ত হচ্ছে পুলিশ কমিশন
কর্মরত পুলিশ সদস্যদের প্রতিনিধি না রেখেই পুলিশ কমিশন অধ্যাদেশ প্রায় চূড়ান্ত করেছে সরকার। এতে কর্মরত পুলিশ সদস্যদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা বলছেন, বর্তমানে যে খসড়া চূড়ান্ত করা হয়েছে, সে আলোকে গঠন হলে স্বাধীন পুলিশ কমিশন গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ হবে। তবে দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা বলছেন, কমিশনের শতভাগ নিরপেক্ষতার স্বার্থে কর্মরত সদস্যদের প্রতিনিধি রাখা হয়নি। পুলিশ হেডকোয়ার্টার্স পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫ খসড়া চূড়ান্ত করে আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। আইন মন্ত্রণালয়ের চূড়ান্ত ভেটিং শেষে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে। খসড়ায় পুলিশের কর্মকাণ্ডে দায়মুক্তির বিষয়টি রাখা হয়নি। বিষয়টি নিয়ে কর্মরত পুলিশ সদস্যরা আইজিপির সঙ্গেও সাক্ষাৎ করে তাদের চাহিত বিষয়গুলো তুলে ধরেছেন।
সমকাল
উপকূলীয় অঞ্চলে বাড়ছে স্বাভাবিক প্রসব
দুই বছর আগেও অবহেলায় পড়ে ছিল পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। ওষুধ ছিল না, চিকিৎসক ছিল না, ফলে রোগীও আসত না। প্রসূতিদের যেতে হতো শহরে, অনেক সময় সিজার করাতে হতো, খরচও পড়ত বেশি। ঝুঁকিতে থাকতেন মা ও নবজাতক। এখন এ চিত্র পাল্টে গেছে। এক বছরের ব্যবধানে এই কেন্দ্রেই গত সেপ্টেম্বর পর্যন্ত ৩৫টি স্বাভাবিক প্রসব হয়েছে; যা আগের বছরের তুলনায় দ্বিগুণ। রোগীর সংখ্যাও তিন গুণ।
বিবিসি
কোরিয়ায় ট্রাম্প ও শি বৈঠক বৃহস্পতিবার, বাণিজ্য চুক্তির কাঠামো নিয়ে একমত দুইদেশ
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে একমত হয়েছে, যা নিয়ে চলতি সপ্তাহেই দেশ দুটির শীর্ষ নেতারা আলোচনা করবেন।
স্কট বেসেন্ট সিবিএস নিউজকে জানিয়েছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম ও বিরল খনিজের ওপর চীনের কঠোর নিয়ন্ত্রণ স্থগিতের ব্যাপারে 'চূড়ান্ত চুক্তির' বিষয়ও রয়েছে।
সমকাল
দূষিত বুড়িগঙ্গা ও বংশী নদীতেও ডলফিন
মিঠাপানির ডলফিন বা শুশুকের অন্যতম আশ্রয়স্থল এখন বাংলাদেশ। বন অধিদপ্তর ও বিশ্বব্যাংকের সহায়তায় ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটি (ডব্লিউসিএস) ২০২৪-২৫ সালে ৪৫টি নদী ও সুন্দরবনের জলপথ মিলিয়ে চার হাজার ৮৯৩ কিলোমিটার এলাকায় বৃহৎ জরিপ পরিচালনা করেছে।