‘রবি–দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৩০ অক্টোবর)। এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম নগরের জিইসি এলাকায় এক রেস্তোরাঁয় শিক্ষকদের নিয়ে ‘মিট দ্য টিচার্স’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে দৃষ্টি চট্টগ্রাম।

সভায় সভাপতিত্ব করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী। এতে অতিথি হিসেবে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, চট্টগ্রাম মহিলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্য বৃজেট ডায়েস এবং দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল।

এছাড়া বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি শহিদুল ইসলাম ও সাবের শাহ, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার এবং সাংবাদিক মুজিবুল হক।

অনুষ্ঠানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা প্রশাসক সাইফুল ইসলাম।

দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা সংগঠক মাসুদ বকুল বলেন, চট্টগ্রামের প্রাচীন এই বিতর্ক প্রতিযোগিতা যুক্তিবাদী সমাজ গঠনের পথে নতুন পদক্ষেপ হিসেবে কাজ করবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের মিনহাজুল ইসলাম বলেন, বিতর্ক শেখায় শোনা, বিশ্লেষণ ও ভিন্নমতের প্রতি শ্রদ্ধা। একজন ভালো বিতার্কিক যেমন প্রতিপক্ষের যুক্তি শুনে নিজের বক্তব্যকে সমৃদ্ধ করেন, তেমনি একজন সাংবাদিকও মানুষের কণ্ঠ শুনে বাস্তবতা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে সাইফ চৌধুরী বলেন, দৃষ্টি চট্টগ্রাম নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি শহরের বিভিন্ন স্কুল ও কলেজের বিতার্কিকদের জন্য উন্মুক্ত একটি মঞ্চ। এবারের প্রতিযোগিতা সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় চট্টগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় ৩০ জন শিক্ষক অংশ নেন।

এমআর/এমএন