প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পূর্ণ মন্ত্রীর মর্যাদা চান

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদমর্যাদা হবে দেশের একজন পূর্ণ মন্ত্রীর সমান। আর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদে সরকারের প্রতিনিধি কমবে। এ ছাড়া গভর্নর ও ডেপুটি গভর্নরদের নিয়োগ হবে ‘সার্চ’ বা অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে। বাংলাদেশ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ায় এ কথা বলা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে বলেছেন, দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের আলোকে খসড়াটি করা হয়েছে।

সমকাল

সঞ্চয়পত্রের সার্ভার ব্যবহার করে জালিয়াতি

বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে গত বৃহস্পতিবার ২৫ লাখ টাকার সঞ্চয়পত্র কেনেন এক ব্যক্তি। তাঁর ব্যাংক হিসাবটি আছে অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব শাখায়। চার দিনের মাথায় গত সোমবার এই সঞ্চয়পত্র ভাঙানো হয় এবং টাকা নেওয়া হয় এনআরবিসি ব্যাংকের দিনাজপুর উপশাখার অন্য এক ব্যক্তির অ্যাকাউন্টে। ওই টাকা একই দিনে ব্যাংকটির ঢাকার শ্যামলী শাখা থেকে তুলে নেওয়া হয়। 

একই প্রক্রিয়ায় একই দিনে ডাচ্‌-বাংলা ব্যাংকের মাধ্যমে ৩০ লাখ ও এনআরবি ব্যাংকের মাধ্যমে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ভাঙিয়ে টাকা তুলে নেওয়ার চেষ্টা হয়। তবে বাংলাদেশ ব্যাংকের নজরে এলে তারা তা আটকে দেয়। 

যুগান্তর

দুবাই-লন্ডনে সাবেক মন্ত্রী জাবেদের ৫৯৭ বাড়ি

নিজ প্রতিষ্ঠান এবং অস্তিত্বহীন কাগুজে প্রতিষ্ঠানের নামে ৫ হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করেছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সেই অর্থ দিয়ে দুবাই, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে কেনেন ৫৯৭টি বাড়ি। পতিত আওয়ামী লীগ সরকারের ছায়ায় থেকে বেপোরোয়াভাবে ঋণ নিলেও নিশ্চুপ ছিল কেন্দ্রীয় ব্যাংক। বাছবিচার ছাড়াই ব্যাংকও মুক্তহস্তে ঋণ দিয়েছে। কখনো কর্মচারীকে মালিক সাজিয়ে ঋণ নিয়েছেন আবার কখনো এক মোবাইল নম্বর দিয়ে ১২টি ব্যাংক হিসাব খুলেছেন। অর্থ পাচারের গতিপ্রকৃতি মুছতে এমন কোনো অনৈতিক উপায় নেই, যা তিনি গ্রহণ করেননি। বিএফআইইউ-এর প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।

প্রথম আলো

সাংবাদিকতার অধিকার সুরক্ষা: সংস্কার কমিশনের প্রস্তাব থেকে কিছু ধারা বাদ পড়ছে

সাংবাদিকদের অধিকার সুরক্ষায় নতুন একটি অধ্যাদেশ (আইন) করতে যাচ্ছে সরকার। তবে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রণীত খসড়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তৈরি করা প্রাথমিক খসড়ায় রাখা হয়নি। মন্ত্রণালয়ের খসড়া বাস্তবায়িত হলে এটি সাংবাদিকদের কার্যকর পেশাগত সুরক্ষা দিতে পারবে না এবং সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা ও সুরক্ষা প্রশ্নে উদ্বেগ থেকেই যাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সমকাল

দুটি ব্যালটে ভোট দিতে হবে ৫২ সেকেন্ডে

ভোটকেন্দ্রের গোপন কক্ষে (বুথ) ব্যালট পেপারে সিল, ভাঁজ করা এবং বাক্সে ফেলার জন্য একজন ভোটার গড়ে সর্বোচ্চ সময় পাবেন ৫২ সেকেন্ড। এর মধ্যে নারী ভোটার গড়ে সময় পাবেন ৫৭ সেকেন্ড আর পুরুষ ভোটার পাবেন ৪৮ সেকেন্ড। সংসদ নির্বাচনের দিন একসঙ্গে গণভোট হলে এ সময়ের মধ্যেই দুই ব্যালটের ভোট শেষ করতে হবে।

একটি নারী বুথে ৫০০ আর পুরুষ বুথে ৬০০ এবং একটি কেন্দ্রে তিন হাজার ভোটার ভোট দেবেন– এমন হিসাব কষে এবার কেন্দ্র ও বুথবিন্যাস করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাধারণত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা আট ঘণ্টা ভোট গ্রহণ হয়। সে হিসাবে ৪৮০ মিনিটের মধ্যে একটি নারী বুথে ৫০০ জন এবং পুরুষ বুথে ৬০০ জনকে ভোট দিতে হবে। বিশ্লেষকরা অবশ্য ইসির এই সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং বলে মনে করছেন।

কালের কণ্ঠ

নির্বাচনের দিন বা আগে গণভোট, থাকবে না ‘নোট অব ডিসেন্ট’

ত্রয়োদশ জাতীয় সংসদ দ্বৈত ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংসদ ও সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। জুলাই জাতীয় সনদে উল্লেখিত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদকে ২৭০ দিন বা ৯ মাস সময় বেঁধে দেওয়া হবে। এর মধ্যে সংসদ ব্যর্থ হলে সংস্কার প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

যুগান্তর

কিস্তি পেতে শর্ত মানবে না বাংলাদেশ

আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি পেতে কঠিন কোনো শর্ত মেনে নেবে না বাংলাদেশ। সংস্থাটির কোনো শর্ত বাস্তবায়ন করতে গেলে যদি মূল্যস্ফীতির হার বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, তবে তা করা হবে না। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এখন মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ। এটি এখন নিম্নমুখী, এই হার বাড়তে পারে এমন কোনো পদক্ষেপ নেবে না কেন্দ্রীয় ব্যাংক। টাকার মান কমাবে না, বাড়াবে না ডলারের দাম। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানিতে নতুন করে বাড়তি কোনো শুল্ক আরোপ করবে না। আইএমএফ মিশনের সঙ্গে বৈঠক উপলক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের বিভিন্ন সংস্থার তৈরি প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।

সমকাল

লক্ষাধিক খাতা চ্যালেঞ্জ ফল পরিবর্তন ২-৩%

সোমবার দুপুর ১টা। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরে সন্তানকে সঙ্গে নিয়ে বসে ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পরিচালক (প্রশাসন) সিরাজুল ইসলাম। সন্তান রুবাইয়াত সাদাত সামী মাত্র দুই নম্বরের জন্য এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ ৫ পায়নি। ছেলের এমন ফল বিস্মিত করেছে তাঁকে। তাই ছয়টি বিষয়ে খাতা পুনর্নিরীক্ষার আবেদন করেছেন তিনি। তাঁর বিশ্বাস, ফল তৈরি প্রক্রিয়ার কোথাও কোনো ভুল হয়েছে। 

কালের কণ্ঠ

৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে

১৯৫১ সালে গাজীপুরের কালীগঞ্জে প্রতিষ্ঠিত হয় দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ মসলিন কটন মিলস। ৮১.১৪ একর বা ২৪৩.৪২ বিঘা জমির ওপর গড়া মিলটি অর্থাভাবে ১৯৯৪ সালে বন্ধ হয়ে গেলে রুগ্ণ প্রতিষ্ঠান হিসেবে কৌশলে মিলটি কিনে নেন হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আওয়ামী লীগ নেতা এ কে আজাদ। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। জানা যায়, সরকারের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়েই চার হাজার কোটি টাকা বাজারমূল্যের মিলটি রিফাত গার্মেন্টসের নামে পানির দরে মাত্র ১৩৫ কোটি টাকায় কিনে নেন এ কে আজাদ।

সমকাল

নিম্নমানের রঙে বিপজ্জনক মাত্রায় সিসা, স্বাস্থ্যঝুঁকি

দেশে বিক্রি হওয়া সাজসজ্জার কাজে ব্যবহৃত রঙে বিপজ্জনক মাত্রায় ভারী ধাতু সিসা শনাক্ত হয়েছে। কিছু রঙে সিসার পরিমাণ বাংলাদেশে নির্ধারিত সর্বোচ্চ সীমা ৯০ পিপিএম ছাড়িয়ে ১ লাখ ৯০ হাজার পিপিএম পর্যন্ত পৌঁছেছে। এসব রং মূলত ক্ষুদ্র, অনিবন্ধিত বা লেবেলহীন উৎপাদকদের তৈরি। তারা বাজারের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ দখল করে আছে। 

কালের কণ্ঠ

বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট

নেত্রকোনার একই উপজেলা থেকে তিন তরুণ এসেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে। তিনজনই জানালেন, তাঁরা ভাতা পাচ্ছেন না। তাঁদের গেজেট নম্বর দেখে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, জেলা কমিটি থেকে তিনজনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে। ফলে তাঁদের ভাতা বন্ধ রাখা হয়েছে।

আজকের পত্রিকা

আন্তদেশীয় ট্রেন চালু করতে ভারতকে ফের চিঠি দেবে বাংলাদেশ

বাংলাদেশ ও ভারতের মধ্যে মৈত্রী, বন্ধন এবং মিতালী এক্সপ্রেস ট্রেন গত ১৫ মাস বন্ধ রয়েছে। ফলে দুই দেশের মধ্যে যাতায়াতে মানুষের ব্যাপক ভোগান্তি হচ্ছে। ট্রেন তিনটি পুনরায় চালানোর জন্য বাংলাদেশ রেলওয়ের তরফ থেকে এ পর্যন্ত দুই দফা ভারতকে চিঠি দেওয়া হলেও কোনো উত্তর মেলেনি। এ অবস্থায় আবারও চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

কালের কণ্ঠ

জানুয়ারিতে সব বই হাতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা

নতুন বছরের বাকি আছে মাত্র দুই মাস। অথচ ষষ্ঠ থেকে নবম-দশম শ্রেণি পর্যন্ত প্রায় ২১ কোটি বই ছাপার কাজ এখনো শুরু হয়নি। এতে বছরের শুরুতে, অর্থাৎ জানুয়ারিতে মাধ্যমিকের সব বই পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

মাধ্যমিকের বইয়ের কাজ পিছিয়ে থাকলেও এগিয়ে আছে প্রাথমিকের বইয়ের কাজ।

আজকের পত্রিকা

জ্বালানি সরবরাহ শুরু আজ: চট্টগ্রাম-ঢাকা পাইপলাইন মেরামত শেষে ফের সচল

চট্টগ্রাম থেকে ঢাকায় জ্বালানি তেল সরবরাহের প্রতিশ্রুতিতে গত ১৬ আগস্ট পতেঙ্গার ডেসপাস টার্মিনালে ছিল উৎসবের আমেজ। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান উদ্বোধন করেন বহু প্রতীক্ষিত ‘সিডিপিএল’ পাইপলাইন প্রকল্পের। শুরু হয় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের যাত্রা, যা তখন নতুন আশার আলো দেখিয়েছিল। কিন্তু সেই ধারা টিকল না বেশি দিন।

কালের কণ্ঠ

নিজেই পায়ে শিকল লাগিয়ে অপহরণের নাটক সাজান খতিব

টঙ্গীর মরকুন টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি (৬০) অপহৃত হয়েছেন বলে থানায় যে অভিযোগ করা হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পঞ্চগড়ে উদ্ধার মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ মিয়াজি নিজেই পায়ে শিকল লাগিয়ে অপহরণের নাটক সাজিয়েছিলেন। তিনি স্বেচ্ছায় পঞ্চগড় গিয়েছিলেন বলেও পুলিশের প্রাথমিক তদন্ত এবং খতিবকে জিজ্ঞাসাবাদে জানা গেছে।

আজকের পত্রিকা

পদ্মা চরের আতঙ্ক কাঁকন বাহিনী

রাজশাহী, পাবনা ও কুষ্টিয়ার পদ্মার চরে এখন মূর্তিমান আতঙ্কের নাম কাঁকন বাহিনী। এই বাহিনীর সদস্যদের বালুমহাল দখল, চরদখল আর চাঁদাবাজির কারণে অতিষ্ঠ কয়েকটি উপজেলার মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার অভিযান চালিয়েও একাধিক মামলার আসামি সন্ত্রাসী কাঁকনের হদিস পায়নি। তাই এই বাহিনীর সদস্যরা একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

বণিক বার্তা

অনেক পরিশোধের পরও আবারো বকেয়ার চক্রে বিদ্যুৎ খাত

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার বৈদেশিক ঋণ রেখে যায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলার বা প্রায় ৩৯ হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর চলতি বছরের এপ্রিল পর্যন্ত এ ঋণের ২৯ হাজার কোটি টাকা পরিশোধ করেছে। এর পরও এ খাতের আরো বৈদেশিক দেনা পরিশোধ করা হয়েছে। বৈদেশিক ঋণের পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ কেন্দ্রের বকেয়া বিল পরিশোধে আওয়ামী লীগ সরকারের সময়ে নেয়া বিশেষ বন্ডের উদ্যোগ অব্যহত রাখে অন্তর্বর্তী সরকার। সার ও বিদ্যুতের সাড়ে ২৬ হাজার কোটি টাকার বিশেষ বন্ডের বেশির ভাগ অর্থই বিদ্যুতের বকেয়া। কিন্তু বকেয়া পরিশোধে তৎপরতার মধ্যেও স্থানীয় বিদ্যুৎ কোম্পানিগুলোর বকেয়া পর্যায়ক্রমে বেড়েই চলছে। বর্তমানে বিপিডিবির কাছে অন্তত ২০ হাজার কোটি টাকার বকেয়া জমেছে বেসরকারি বিদ্যুৎ কোম্পানিগুলোর।

বণিক বার্তা

১৮ হাজার কর্মীর ভার বহন করতে পারবে কি

আর্থিকভাবে রুগ্‌ণ হয়ে পড়া শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক প্রতিষ্ঠার বিষয়ে গত মাসে অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ‘‌সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ নামে ব্যাংক গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক। এরই মধ্যে নতুন ব্যাংকের সংঘবিধি ও সংঘস্মারক ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি নতুন ব্যাংকের লাইসেন্স ও কোম্পানি হিসেবে নিবন্ধনের জন্যও নেয়া হয়েছে উদ্যোগ। অর্থ মন্ত্রণালয় ও কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, এ বছরের ডিসেম্বরের মধ্যেই যাতে নতুন ব্যাংকটির কার্যক্রম শুরু করা সম্ভব হয় সে লক্ষ্যে কাজ করছে সরকার।

প্রথম আলো

পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন

৯ মাস পর আগামী ১ নভেম্বর থেকে আবার সেন্ট মার্টিন দ্বীপ ভ্রমণে যেতে পারবেন পর্যটকেরা। প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পাবেন। তবে পর্যটকদের মানতে হবে সরকারের ১২টি নির্দেশনা।

বঙ্গোপসাগরের বুকে আট বর্গকিলোমিটার আয়তনের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে গত ১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে। এবারও নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাস দ্বীপটিতে ভ্রমণের সুযোগ পাবেন পর্যটকেরা।

বিবিসি

ভারতে দিওয়ালিতে জনপ্রিয় এক বাজি ফেটে অন্ধ বহু শিশু-কিশোর

ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভোপাল শহরের এক হাসপাতালের বিছানায় বসে ছিল ১৫ বছর বয়সী আরিশ। ওর চোখের কালো চশমার পেছনে ঢাকা পড়ে গিয়েছিল বাঁ চোখের ক্ষতটা।

আলোর উৎসব দিওয়ালি পালন করতে এমন এক নতুন ধরনের বাজি কিনেছিল, যেটা ওর মুখের কাছে ফেটে যায় সপ্তাহ খানেক আগে। আঘাত লেগে বাঁ চোখের দৃষ্টি হারিয়েছে আরিশ।

জরুরি অপারেশন হয়েছে ওর চোখে, তবুও চিকিৎসকরা বলতে পারছেন না যে কতটা দৃষ্টি ফিরে পাবে ওই কিশোর।