চট্টগ্রামের ফটিকছড়িতে একটি বাড়ির শয়নকক্ষ থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ এবং বিছানা থেকে তার দেড় বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডের কামাল ভবনের নিচতলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

ওই গৃহবধূর নাম আফরোজা আফরিন (২৬)। তিনি বেসরকারি সংস্থার (এনজিও) কর্মী মো. আনোয়ার হোসেন বিবলোর স্ত্রী। মৃত দেড় বছর বয়সী শিশু আতকিয়া আয়েশা এই দম্পতির একমাত্র সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি ৯৯৯-এ ফোন দিয়ে থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

নিহত গৃহবধূর শ্বশুর কামাল উদ্দিন জানান, ‘তার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। হয়তো সেই মানসিক ভারসাম্যহীনতার কারণে তিনি এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে।’

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা বন্ধ অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ এবং পাশ থেকে তার শিশুর লাশ উদ্ধার করেছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

এমআর/এমজে