বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?
প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।
প্রথম আলো
বিজ্ঞাপন
ডিসেম্বরের মধ্যে দেশের দেড় কোটি মানুষ খাদ্যসংকটে পড়ছে
ডিসেম্বরের মধ্যে দেশের দুর্যোগপ্রবণ জেলাগুলোর ১ কোটি ৬০ লাখ মানুষ বড় ধরনের খাদ্যসংকটে পড়তে যাচ্ছে। আর চরম অপুষ্টির সম্মুখীন হতে যাচ্ছে ১৬ লাখ শিশু। রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের ৩৬ জেলার ৯ কোটি ৬৬ লাখের বেশি মানুষের খাদ্যনিরাপত্তা ও পুষ্টি অবস্থা বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিট (এফপিএমইউ) ও জাতিসংঘের তিন সংস্থা।
বিজ্ঞাপন
বণিক বার্তা
সালমান-এস আলমের নিলাম সম্পদের ক্রেতা নেই
এস আলম গ্রুপের কাছ থেকে খেলাপি ঋণের (বিনিয়োগ) টাকা আদায়ে এখন পর্যন্ত ৩৫টি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এসব নিলামের সঙ্গে সম্পৃক্ত ঋণের পরিমাণ প্রায় ৬৫ হাজার কোটি টাকা। এর মধ্যে কেবল একটি নিলামে একজন ক্রেতা অংশ নিয়েছেন। বাকি ৩৪টি নিলামে কোনো ক্রেতা অংশ নেননি বলে জানা গেছে। অর্থাৎ জামানতের সম্পত্তি বিক্রি করে এস আলম গ্রুপের কাছ থেকে টাকা আদায়ের পথ রুদ্ধ হয়ে যাচ্ছে।
আজকের পত্রিকা
বিএনপি-জামায়াত বিপরীত অবস্থানে, কী ভাবছে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলো জোট করলেও নিজ নিজ দলের প্রতীকে ভোট করতে হবে প্রার্থীকে—এমন বিধান রেখে গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) ২০ ধারায় সংশোধনী আনছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার সংশোধিত আরপিও পরিষদে অনুমোদন দেওয়া হলে এতে আপত্তি জানিয়েছে বিএনপি। দলটি চায়, আগের মতোই অন্য দলের প্রতীকে ভোট করার সুযোগ পাক জোটের প্রার্থী। অন্যদিকে জামায়াতে ইসলামী প্রার্থীর নিজ দলের প্রতীকে ভোট করার বিধানের পক্ষে। বিষয়টি নিয়ে বিএনপি-জামায়াতের বিপরীতমুখী অবস্থানের মধ্যে ইসি এখন কী করবে—সবাই তাকিয়ে সেদিকেই।
বণিক বার্তা
দেশের ৬৮টি কারাগারের ধারণক্ষমতা ৪৬ হাজার, বন্দি রয়েছে ৮০ হাজারের বেশি
ধারণক্ষমতার প্রায় দ্বিগুণ বন্দি নিয়ে চলছে দেশের ৬৮টি কারাগার। কারা অধিদপ্তরের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের কারাগারগুলোয় ৪৬ হাজার বন্দির ধারণক্ষমতা রয়েছে। গত সোমবার এসব কারাগারে বন্দি ছিল প্রায় ৮০ হাজার। তাদের মধ্যে ৭৩ দশমিক ৭৫ শতাংশেরই এখনো বিচার শেষ হয়নি। এমনকি অনেক বন্দির এখনো আনুষ্ঠানিকভাবে বিচারকাজও শুরু হয়নি।
আজকের পত্রিকা
সংকটে ভাড়ার উড়োজাহাজই ভরসা বিমান বাংলাদেশের
উড়োজাহাজ সংকটে ইতিমধ্যে একটি রুট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ওপর লিজে (ভাড়ায়) আনা দুটি বোয়িং আগামী ডিসেম্বরে ফেরত যাচ্ছে। ফলে বহরে নতুন উড়োজাহাজ যুক্ত না হলে জাতীয় পতাকাবাহী সংস্থাটির বর্তমান স্বাভাবিক ফ্লাইট পরিচালনা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। নতুন উড়োজাহাজ কেনার প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় সংকট কাটাতে বিমানকে ভাড়ায় উড়োজাহাজ আনার ওপর ভরসা করতে হচ্ছে।
বণিক বার্তা
অসম্পূর্ণ যন্ত্রাংশে চলা ইঞ্জিনই বাড়াচ্ছে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি
লোকোমোটিভ (ইঞ্জিন) সংকট নিয়ে অপারেশনাল সংকটে রয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন চলাচলের উপযুক্ত ইঞ্জিন নিয়েও জটিলতায় রয়েছে প্রতিষ্ঠানটি। রেলওয়ে পূর্বাঞ্চলে প্রতিদিন ইঞ্জিনের চাহিদা রয়েছে ১১৬টি। তবে তীব্র সংকটের কারণে এখন মাত্র ৭৫-৮০টি ট্রেনের ইঞ্জিন সরবরাহ পাওয়া যায়। যার এক-তৃতীয়াংশই চলছে স্বাভাবিকের তুলনায় কম মোটর নিয়ে। এসব ইঞ্জিন দিয়ে উভয় মুখে ট্রেন চালানোর মাধ্যমে (কানেক্টিং বা একটি ইঞ্জিন আসার পর পরই অন্য ট্রেনে যুক্ত করা) কোনো রকমে ট্রেন সার্ভিস চালু রেখেছে রেলওয়ে। এতে ইঞ্জিনের অশ্বশক্তি অনুযায়ী গতি না পাওয়া, পথিমধ্যে বিকল হয়ে যাওয়া এমনকি দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। দ্রুত পর্যাপ্ত যন্ত্রাংশ আমদানি ও সংযোজন করা না গেলে রেলের যাত্রী ও পণ্যসেবা বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।
আজকের পত্রিকা
খাদ্যে ভেজাল: বিদেশের মথবীজ দেশে রং মিশিয়ে মুগ ডাল
ডাল খেতে যাঁরা পছন্দ করেন, তাঁদের অনেকে খাদ্যতালিকায় মুগ ডাল রাখেন। মানুষের এই পছন্দের ডাল নিয়ে শুরু হয়েছে ভয়ংকর প্রতারণা। বাজারে মুগ ডালের নামে যা বিক্রি হচ্ছে, তার বড় একটি অংশ ‘মথবীজ’। বিদেশ থেকে আমদানি করা মথবীজে রং মিশিয়ে মুগ ডাল নামে বিক্রি করছেন অসাধু ব্যবসায়ীরা।
বণিক বার্তা
কৃতকর্মের জন্য ক্ষমা চাইবেন না শেখ হাসিনা
‘বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেতা’—ব্রিটিশ গণমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট এভাবেই গতকাল তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার সাক্ষাৎকারকে ভিত্তি করেই তাদের এমন শিরোনাম।
আজকের পত্রিকা
৪ বছরেও স্বাস্থ্য কমপ্লেক্স পায়নি ডাসার উপজেলা
উপজেলা ঘোষণার চার বছর পার হলেও এখন পর্যন্ত নির্মাণ হয়নি ডাসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ফলে মাদারীপুরের এ উপজেলার বাসিন্দাদের সরকারি হাসপাতালের সেবা নেওয়ার জন্য নির্ভর করতে হচ্ছে আশপাশের অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওপর। এতে তাদের গুনতে হচ্ছে বাড়তি যানবাহন ভাড়া। একই সঙ্গে দূরত্বের জন্যও তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
প্রথম আলো
ফার্নেস তেলের বাড়তি দামের চাপে পিডিবি
প্রতি লিটার ফার্নেস তেলে ৭০ টাকা খরচ পড়ছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্রে। একই তেল বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সরবরাহ করছে ৮৬ টাকা দরে। অর্থাৎ প্রতি লিটারে ১৬ টাকা বাড়তি দিতে হচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (পিডিবি)।
প্রতি মাসে গড়ে ৬০ হাজার টন ফার্নেস তেল নিচ্ছে পিডিবি। এতে পিডিবির বাড়তি খরচ হচ্ছে ৯৬ কোটি টাকা। অঙ্কটি বছরে হাজার কোটি টাকা ছাড়াতে পারে।
দেশ রূপান্তর
সুপারিশে কলম চালাতে পারেন প্রধান উপদেষ্টা
জুলাই জাতীয় সনদ, ২০২৫-এ রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরে বড় চাপ থেকে মুক্ত হয়েছিল অন্তর্বর্তী সরকার। স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে সেটি পরিষ্কারভাবে ফুটে উঠেছে। বিশেষ করে বড় রাজনৈতিক দল বিএনপির সনদে স্বাক্ষর সরকারকে বেশ চাপমুক্ত রাখে। সনদ ইস্যুতে সংলাপে অংশ নেওয়া বেশিরভাগ রাজনৈতিক দলের স্বাক্ষরে জাতীয় ঐকমত্য কমিশনও স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কিন্তু চাপমুক্ত থাকা ও স্বস্তি বেশি দিন স্থায়ী হয়নি। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের দেওয়া সুপারিশ ঘিরে নতুন করে রাজনৈতিক দলগুলোর ভেতরে পরস্পর বিরোধিতা ও মতভিন্নতা দেখা দিয়েছে।
দেশ রূপান্তর
১২৮ ‘জুলাই যোদ্ধা’র গেজেট বাতিল
জুলাই বিপ্লবে আহত না হয়েও ‘জুলাই যোদ্ধা’ হিসেবে তালিকাভুক্ত হওয়া ১২৮ জনের গেজেট বাতিল করেছে সরকার। এদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল, আর ১০৫ জন আহত বা আন্দোলনে সম্পৃক্ত না থাকায় তাদের গেজেট বাতিল করা হয়েছে। গতকাল বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সমকাল
থানায় তদন্ত ও জনশৃঙ্খলায় আলাদা শাখা হচ্ছে
থানায় পুলিশের ব্যবস্থাপনাকে আলাদা দুটি ভাগে বিভক্ত করার প্রক্রিয়া নিয়ে কাজ শুরু হয়েছে। এটি বাস্তবায়ন হলে মামলার তদন্তের জন্য থাকবে পৃথক শাখা। আর জনশৃঙ্খলা ও আভিযানিক কর্মকাণ্ডে থাকবে আলাদা টিম। যারা মামলার তদন্তে যুক্ত থাকবেন, তারা জনশৃঙ্খলায় যুক্ত হবেন না। আর যেসব কর্মকর্তা জনশৃঙ্খলায় সংশ্লিষ্ট থাকবেন, তাদের কোনো মামলার তদন্তের এখতিয়ার থাকবে না।
কালের কণ্ঠ
সংকট তীব্র, ক্ষুব্ধ বিএনপি
জাতীয় ঐক্য সৃষ্টির মাধ্যমে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রণয়ন করা হলেও হঠাৎ এর পরিবর্তন ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তীব্র মতবিরোধ দেখা দিয়েছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি এতে হতাশ ও ক্ষুব্ধ। দলটির পক্ষে বলা হচ্ছে, ঐকমত্য কমিশন প্রতারণা করেছে। যে সনদের কথা বলে স্বাক্ষর করিয়ে নেওয়া হয়েছে তার সঙ্গে চূড়ান্ত সনদের মিল নেই।
সমকাল
সনদের ‘ভিন্নমত’ আদেশে না থাকায় বিতর্ক
যেসব সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো নোট অব ডিসেন্ট (ভিন্নমত) দিয়েছিল, সেগুলোসহ প্রধান উপদেষ্টার উপস্থিতিতে জুলাই সনদ স্বাক্ষরিত হয়। কিন্তু পরে সনদ বাস্তবায়নের আদেশের খসড়ায় ঐকমত্য কমিশন নোট অব ডিসেন্ট (ভিন্নমত) রাখেনি। সনদে স্বাক্ষরকারী বিএনপি একে ‘প্রতারণা’ বলে উল্লেখ করেছে। তারা জাতীয় ঐকমত্য কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে।
কালের কণ্ঠ
অনুমোদন ছাড়াই ৩০০ কোটি টাকা খরচ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ের একটি বড় প্রকল্পে আর্থিক অনিয়মের বিষয়টি উঠে এসেছে। প্রকল্পটিতে অনুমোদন ছাড়াই প্রায় ৩০০ কোটি টাকা ব্যয় করে ফেলার পর এখন সেই অর্থকে প্রকল্পের খরচ হিসেবে বৈধ করার চেষ্টা চলছে। পরিকল্পনা কমিশন বলছে, এটি আর্থিক শৃঙ্খলা ভঙ্গের একটি বড় উদাহরণ।
ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম প্রতীকী উদ্যোগ ছিল ‘এসপায়ার টু ইনোভেট (এটুআই)’ প্রোগ্রাম।
যুগান্তর
ক্ষোভ বাড়ছে পুলিশে পদোন্নতিবঞ্চিতদের
আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের একটানা শাসনামলে ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড ছাড়া পুলিশের কোনো কর্মকর্তার ভাগ্যে পদোন্নতি জোটেনি। পদোন্নতি পাওয়া দূরের কথা, অনেককে মিথ্যা কাল্পনিক অভিযোগ দিয়ে বছরের পর বছর ধরে চাকরির বাইরে রাখা, ওএসডি রাখা এবং যেখানে লঘুদণ্ডে দণ্ডিতদের পোস্টিং করা হয়, সেসব স্টেশনে ফেলে রাখা হয়। অনেক কর্মকর্তা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করেন। কেউ সম্মান রক্ষায় মিশনে যাওয়ার জন্য অপেক্ষায় থাকতেন। ওই তালিকার কেউ মারাও গেছেন। এমন এক বাস্তবতায় ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে সবার সঙ্গে বঞ্চিত পুলিশ সদস্য ও কর্মকর্তাদের মাঝেও আশার সঞ্চার হয়। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতায় ১৫, ১৬, ১৮ ও ২০তম ব্যাচের ১০১ জন বঞ্চিত কর্মকর্তার বেশির ভাগেরই এখনো মূল্যায়ন হয়নি। যে কারণে বাড়ছে ক্ষোভ। বঞ্চিতদের বক্তব্য হচ্ছে, মেধাবী হওয়া সত্ত্বেও হাসিনার দলদাশ হতে না পারায় তাদের কপালে দুঃখ নেমে আসে।
কালবেলা
বিতর্ক জিইয়ে রাখল জুলাই সনদ
বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ নিয়ে বিতর্ক থেকেই গেল। মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এর পরই দলগুলোর মধ্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আশায় যখন পুরো জাতি উন্মুখ, তখনই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ-পদ্ধতি নিয়ে এই বিতর্ক ও মতপার্থক্য দলগুলোর ঐক্যের পথে কাঁটা হয়ে দেখা দিয়েছে।
বিবিসি
বিশ্বের বিভিন্ন দেশ কেন রিজার্ভে হাজার-হাজার টন সোনা রাখে?
বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে ডলার এবং অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি সোনাও বৈদেশিক মুদ্রার ভাণ্ডার বা রিজার্ভ হিসেবে জমা থাকে।
ঐতিহাসিকভাবে, কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভ সোনা দিয়েই গঠিত হতো এবং অতীতে একটি দেশের মুদ্রার মানও সেই দেশের কেন্দ্রীয় ব্যাংকে রক্ষিত সোনার ভাণ্ডারের ওপর নির্ভর করতো।