রাজধানীতে ঋণের বোঝা সইতে না পেরে নারীর আত্মহত্যা
রাজধানীর ডেমরায় পাওনাদারের বকাঝকায় অপমান সহ্য করতে না পেরে আজিমুন্নেছা (৫০) নামে এক নারী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ডেমরার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক বিকেল পৌনে তিনটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
মৃত আজিমুন্নেছা ডেমরা পোস্ট বক্স নয়া নগর এলাকার মৃত খায়েম উদ্দিন বেপারীর মেয়ে। তিনি স্বামীর সঙ্গে ডেমরা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের মেয়ে মিম আক্তার বলেন, আমরা চার বোন ও এক ভাই। আমাদের চার বোনের বিয়ে হয়ে যাওয়ায় আমরা নিজেদের সংসারেই থাকি। ভাই বিদেশে থাকেন কিন্তু তার স্ত্রী অন্যত্র ভাড়া থাকেন। বাবা রাজমিস্ত্রির কাজ করেন। সংসার চালাতে মা-বাবা কিছু টাকা ঋণ নিয়েছিলেন। সেই ঋণের টাকা পরিশোধের বিষয়ে মা প্রায় চিন্তিত থাকতেন। এই ঘটনার জেরে আজ দুপুরের দিকে আমার মা ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে আমরা খবর পেয়ে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার মা আর বেঁচে নেই।
বিজ্ঞাপন
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানায় জানানো হয়েছে।
এসএএ/এমএসএ