অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে মুন্সীগঞ্জে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (৪ নভেম্বর) এক বার্তায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ও বড়ইকান্দি ভাটেরচর এলাকায় পরিচালিত অভিযানে মোট পাঁচটি অবৈধ স্থাপনা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল দু’টি চুনের কারখানা, দু’টি হোটেল এবং একটি লোহা ঢালাই কারখানা।

অভিযানে গ্যাস সরবরাহের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জামাদি জব্দ ও স্পটে বিনষ্ট করা হয়। বিনষ্ট হওয়া মালামালের মধ্যে রয়েছে– প্রায় ১০ ফুট ১ ইঞ্চি ব্যাসের পাইপ, ৩টি স্টার বার্নার, ২টি ডাবল বার্নার এবং ১০০ ফুট হোজ পাইপ।

বার্তায় আরও বলা হয়, বিচ্ছিন্ন হওয়া সংযোগগুলোর মধ্যে বাণিজ্যিক শ্রেণির দু’টি হোটেল ও রেস্টুরেন্ট এবং একটি ঢালাই কারখানার গ্যাস ব্যবহার অন্তর্ভুক্ত ছিল। অভিযানে আনুমানিক ১,৭৬২ ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন করা সম্ভব হয়েছে।

ওএফএ/বিআরইউ