প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয়। এখানে আলোচিত কিছু খবরের সংকলন করা হলো।

প্রথম আলো

কিছু আসনে বিএনপির মনোনীতদের নিয়ে রয়েছে বিতর্ক, বাদ পড়েছেন উল্লেখযোগ্য অনেকে

২৩৭টি আসনে ঘোষিত বিএনপির প্রার্থী তালিকাকে ‘ভারসাম্য’ রক্ষার প্রয়াস হিসেবে দেখছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এতে অভিজ্ঞ নেতারা যেমন আছেন, তেমনি বিপুলসংখ্যক তরুণ মুখও রয়েছেন। তবে প্রার্থী তালিকায় এমন কিছু নামও এসেছে, যাঁদের নিয়ে আগে থেকে বিতর্ক বা প্রশ্ন রয়েছে। সব মিলিয়ে মনোনয়ন ঘিরে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিএনপির শীর্ষ নেতৃত্ব এখন মাঠের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করছেন।

সমকাল

সব বিভাগে হবে পুলিশের জবাবদিহিতা শাখা

পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫-এর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়। এতে নতুন বেশ কিছু বিষয় যুক্ত হয়েছে। বিভাগীয় পর্যায়ে পুলিশ কমিশনের একটি কাঠামো রাখা হয়েছে। এর নাম থাকবে ‘জবাবদিহিতা ইউনিট’। এই ইউনিটের সদস্য থাকবেন তিনজন। জেলা জজ হবেন চেয়ারপারসন। চতুর্থ গ্রেডের একজন সরকারি কর্মকর্তা ও ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মানবাধিকারকর্মী এই ইউনিটের সদস্য থাকবেন।

বণিক বার্তা

সরকারি সফরের বেশির ভাগ দেশ থেকে বিনিয়োগ কমেছে

পুঞ্জীভূত প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বা এফডিআই স্টক বিবেচনায় বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ উৎস দেশ যুক্তরাজ্য। কিন্তু দেশটি থেকে ২০২৩-২৪ অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের (এফডিআই) নিট প্রবাহ কমেছে ৪০ দশমিক ৭১ শতাংশ।

বণিক বার্তা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই ফাঁকা থাকছে কয়েক লাখ আসন

দেশে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ১৯৯২ সালে প্রতিষ্ঠা করা হয় জাতীয় বিশ্ববিদ্যালয়। আইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে কৃষি, প্রকৌশল ও চিকিৎসা শিক্ষা প্রদানকারী কলেজ ছাড়া স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা কর্মসূচি চালিয়ে নিতে সক্ষম কলেজগুলোকে অধিভুক্ত করার ক্ষমতা দেয়া হয়। বর্তমানে দেশের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণকারীদের ৭১ দশমিক ৭৯ ভাগ শিক্ষার্থীই এ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোয় পড়ালেখা করছেন। তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য বলছে বিশ্ববিদ্যালয়টিতে প্রতি বছরই কয়েক লাখ আসন ফাঁকা থাকছে।

যুগান্তর

দেশজুড়ে নির্বাচনি দামামা

জাতীয় নির্বাচনসহ কয়েকটি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে শঙ্কা-সন্দেহ ও মতবিরোধ ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করেছে। সরকারের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক মধ্যস্থতায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি এখন ঐকমত্যের খুব কাছাকাছি অবস্থান করছে। সমাধানের পথে জাতীয় জুলাই সনদ ও গণভোট ইস্যু। এমন পরিস্থিতিতে সোমবার ২৩৭ আসনে বিএনপি সম্ভাব্য একক প্রার্থী ঘোষণা করায় মুহূর্তে পালটে যায় মাঠের চিত্র।

বণিক বার্তা

৪১ ডেপুটি ও ৬৭ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরো ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দিয়েছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে গতকাল সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

সমকাল

রাজনৈতিক বিরোধ না মিটিয়ে আরপিও সংশোধনের গেজেট

জোটবদ্ধ হয়ে এক দলের প্রতীকে অন্য দলের প্রার্থীর নির্বাচনের সুযোগ বন্ধ হয়ে গেল। এ নিয়ে রাজনৈতিক মতবিরোধ না মিটলেও উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর নির্বাচন-সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (সংশোধন) অধ্যাদেশের গেজেট জারি করা হয়েছে। ফলে আগামী সংসদ নির্বাচনে নিজ দলের প্রতীকেই নির্বাচন করতে হবে সব প্রার্থীকে। 

বণিক বার্তা

চীনা কৌশলে দুর্বল হয়ে পড়ছে মিয়ানমারে বিদ্রোহীদের সশস্ত্র প্রতিরোধ

মিয়ানমারের উত্তরাঞ্চলের পাহাড়ি রাজ্যগুলোতে ২০২৪ সালে দেশটির সশস্ত্র প্রতিরোধযোদ্ধাদের অগ্রযাত্রা ছিল অভাবনীয়। সামরিক জান্তার বিরুদ্ধে ‘অপারেশন ১০২৭’ চালু হওয়ার পর কয়েক মাসের মধ্যে জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ‘ব্রাদারহুড অ্যালায়েন্স’ একের পর এক এলাকা দখল করতে থাকে। এ জোটে ছিল মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ), টাং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) ও আরাকান আর্মিসহ বেশ কয়েকটি সশস্ত্র জাতিগোষ্ঠী। সামরিক জান্তার বিরুদ্ধে লড়াই করা গণপ্রতিরোধ বাহিনী পিপলস ডিফেন্স ফোর্সও (পিডিএফ) তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে।

সমকাল

জলবায়ু প্রকল্পে দুর্নীতিতে নষ্ট ২১১০ কোটি টাকা

পতিত আওয়ামী লীগের বিগত ১৫ বছরে জলবায়ু অর্থায়নের অর্ধেকের বেশি অর্থ দুর্নীতিতে নষ্ট হয়েছে বলে দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। গতকাল মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড (বিসিসিটিএফ) থেকে অনুমোদিত প্রকল্পগুলোয় বরাদ্দ দেওয়া হয় ৪৫৮ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার। এর থেকে প্রায় ২৪৮ দশমিক ৪ মিলিয়ন ডলার (২ হাজার ১১০ কোটি ৬০ লাখ টাকা) দুর্নীতিতে অপচয় হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ সরকারের সময় জলবায়ু প্রকল্পে বরাদ্দের প্রায় ৫৪ শতাংশ অর্থ প্রত্যক্ষ-পরোক্ষভাবে দুর্নীতিতে নষ্ট হয়েছে।

আজকের পত্রিকা

জুলাই সনদে সমঝোতা: হেলদোল নেই দলগুলোর

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ নিয়ে নিজেদের অনৈক্য-বিভেদ দূর করে সমঝোতার জন্য রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছে অন্তর্বর্তী সরকার। এর মধ্যে আজ বুধবার কেটে যাচ্ছে দুই দিন। কিন্তু এ সংকট নিরসনে দলগুলোর মধ্যে কোনো হেলদোল আছে বলে মনে হচ্ছে না।

কালের কণ্ঠ

সংকটের দায় নিতে চাচ্ছে না সরকার

জুলাই সনদ নিয়ে গণ-অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ মেটানোর দায় এড়িয়ে অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব বিবদমান পক্ষগুলোর ওপরই চাপিয়ে দিয়েছে। বল ঠেলে দেওয়া হচ্ছে রাজনৈতিক দলগুলোর কোর্টে। রেফারি হিসেবেও থাকতে চাইছে না সরকার। অথচ অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্বই হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা নেওয়া।

সমকাল

হোসাফ পাওয়ারের ৪৮৪ কোটি টাকার ঋণ গোপন

বিদ্যুৎ খাতের কোম্পানি হোসাফ পাওয়ার। তার ৪৮৪ কোটি টাকা ঋণের তথ্য আড়াল করে পুরো দায় নিয়মিত দেখিয়েছে ইসলামী ব্যাংক। তবে নতুন করে ৯৬ কোটি টাকার এলসি সুবিধা নিতে গেলে বিষয়টি বাংলাদেশ ব্যাংকের নজরে আসে। ইসলামী ব্যাংকে হোসাফ পাওয়ারের চলতি মূলধন ঋণ এক হাজার ১৬৩ কোটি টাকা। কিন্তু ব্যাংক গত বছর থেকে দেখিয়ে আসছিল ৬৭৯ কোটি টাকা। 

কালের কণ্ঠ

নির্বাচনী ট্রেনে বিএনপি

অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা জানালেও এত দিন নির্বাচন নিয়ে নানা ধোঁয়াশার কথা শোনা গেছে। কিন্তু গত সোমবার সন্ধ্যায় বিএনপি ২৩৭ আসনে ধানের শীষের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরই পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যায়। এর পরই দেশজুড়ে বইতে শুরু করে নির্বাচনী হাওয়া। সবার মধ্যে একই প্রশ্ন, তাঁর এলাকায় বিএনপির প্রার্থী কে? আর বিএনপির সম্ভাব্য প্রার্থীরাও ঘোষণা পেয়ে ছুটে গেছেন নিজ নিজ এলাকায়।

কালবেলা

জোটের জট খোলার চ্যালেঞ্জে বিএনপি

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এরই মধ্যে ২৩৭ আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। ফাঁকা রাখা হয়েছে ৬৩টি আসন। দলীয় সূত্রে জানা গেছে, এর মধ্যে বিএনপির প্রার্থীদের জন্যও বেশ কিছু আসন রয়েছে। বাকি ৩৫-৪০টি আসন শরিকদের জন্য রেখেছে দলটি। অবশ্য সেটা মূলত নির্ভর করবে বিএনপির নেতৃত্বাধীন নির্বাচনী জোটের আকার কেমন হয়, তার ওপর। হাতেগোনা কয়েকজন বাদে জোট শরিকের অধিকাংশকেই এখন পর্যন্ত মনোনয়নের নিশ্চয়তা দেওয়া হয়নি। সে কারণে জোটের প্রার্থীরা এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছেন। বিএনপির প্রার্থিতা ঘোষণার পরিপ্রেক্ষিতে নির্বাচনের মাঠে পূর্ণ উদ্যমে কাজ করতে দ্রুতই মনোনয়ন নিশ্চয়তা চান তারা।

আজকের পত্রিকা

তহবিল সংকটে ভুগছে তরুণদের দল এনসিপি

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তহবিল সংকটে ভুগছে। দলের আয়ের অন্যতম উৎস ‘ক্রাউড ফান্ডিং’ বা গণচাঁদা সংগ্রহে আশানুরূপ সাড়া মিলছে না। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন না থাকার সময়টাতে প্রবাসীরাও সরাসরি এনসিপিকে টাকা পাঠাতে পারছিলেন না। গতকাল দলটিকে শাপলা কলি প্রতীকে নিবন্ধন দেওয়ার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

প্রথম আলো

বিএনপির মনোনয়ন তালিকায় নেতাদের ১৯ ছেলে, ৫ মেয়ে

বিএনপির মনোনয়ন তালিকায় নাম রয়েছে দলটির প্রয়াত, সাবেক ও বর্তমান নেতাদের ২৪ জন ছেলে ও মেয়ের। এর মধ্যে ১৯ জন ছেলে, ৫ জন মেয়ে। প্রয়াত দুই নেতার স্ত্রীরাও পেয়েছেন মনোনয়ন। অবশ্য পরিবার অনেকের একমাত্র পরিচয় নয়। এঁদের প্রায় সবাই রাজনীতিতে সক্রিয়।

বিবিসি

অতিথি শেখ হাসিনাকে ভারত কি ধীরে ধীরে 'আনলক' করতে দিচ্ছে?

প্রায় ন'মাস আগেকার কথা। ঢাকায় শেখ মুজিবের বাসভবন ৩২ নম্বর ধানমন্ডি ভাঙচুরের পর বাংলাদেশ সরকার একটি বিবৃতি দিয়ে অভিযোগ করে, ভারতে অবস্থানরত শেখ হাসিনাই সোশ্যাল মিডিয়াতে লাগাতার মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে চাইছেন এবং ভারতের উচিত তার মুখে রাশ টেনে ধরা। ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে জানানো হয় আনুষ্ঠানিক প্রতিবাদও।

ডয়চে ভেলে

বাংলাদেশ: অন্তর্বর্তী আমলেও থেমে নেই বিচারবহির্ভূত হত্যা

স্বরাষ্ট্র উপদেষ্টা মঙ্গলবার বলেছেন, "নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনী বা যার মাধ্যমে হত্যাকাণ্ড হোক না কেন, প্রত্যেককে আইনের আওতায় এনে আইনের মাধ্যমে ফয়সালা করা হবে।” কিন্তু মানবাধিকার কর্মীরা বলছেন, সরকার যাই বলুক না কেন পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। বরং পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ার শঙ্কা তাদের।

অধিকার বিচারবহির্ভূত হত্যা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করে ৩১ অক্টোবর।  প্রতিবেদনে দেয়া পরিসংখ্যান অনুসারে এক মাসে সবচেয়ে বেশি বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে গত বছরের সেপ্টেম্বরে- ৯টি। গত তিন মাসে এমন হত্যার ঘটনা ঘটেছে ১১টি।