মালয়েশিয়ার ক্যাম্পে আটক সেই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে, ফিরছেন দেশে
মালয়েশিয়ার জহুর বারুর পেকান নানাস ক্যাম্পে আটক জাহাঙ্গীর আলম নামের এক অসুস্থ ও বাকপ্রতিবন্ধী বাংলাদেশি নাগরিককে শনাক্ত করেছে বাংলাদেশ হাইকমিশন। দীর্ঘদিন ধরে কোনো পরিচয়পত্র বা যোগাযোগের তথ্য ছাড়াই তিনি ক্যাম্পে ছিলেন।
হাইকমিশনের উদ্যোগ, সামাজিক গণমাধ্যমে প্রচার ও দেশের বিভিন্ন জেলার মানুষের সহযোগিতায় তার পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকে আগামী ৭ নভেম্বর দেশে ফেরত পাঠানো হচ্ছে।
বিজ্ঞাপন
আজ (বুধবার) কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, সম্প্রতি পেকান নানাস ক্যাম্পে সেবা প্রদানকালে হাইকমিশনের কর্মকর্তারা ওই ব্যক্তিকে শনাক্ত করেন। কথা বলতে না পারায় তার পরিচয় নিশ্চিত করা সম্ভব হচ্ছিল না। এরপর ১ অক্টোবর হাইকমিশনের ফেসবুক পেজে তার পরিচয় শনাক্ত করতে তথ্য চেয়ে পোস্ট দেওয়া হয়।
বিজ্ঞাপন
জানা যায়, বাংলাদেশের পাঁচটি জেলা থেকে বিভিন্ন তথ্য আসে। যাচাই–বাছাই শেষে নরসিংদীর তথ্য সঠিক প্রমাণিত হয়। নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার যাচাইকৃত তথ্য অনুযায়ী তার নাম মো. জাহাঙ্গীর আলম। বাবার নাম মৃত গিয়াস উদ্দিন। তার বাড়ি মাধবদীর ৮ নং ওয়ার্ডে।
হাইকমিশন জানায়, জাহাঙ্গীর আলমের জন্য ট্রাভেল পারমিট ইস্যু করা হয়েছে এবং সরকারি খরচে ৭ নভেম্বর টিকিটের ব্যবস্থা করা হয়েছে। সেদিনই তাকে দেশে পাঠানো হবে বলে জানিয়েছে হাইকমিশন।
এনআই/এনএফ