খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা পরিচয়ে দুদকে কনস্টেবল নিয়োগের নামে প্রতারণা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনৈতিক সহায়তার নামে প্রতারণা ও তদবিরের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সামরিক উপদেষ্টা পরিচয় দেওয়া ভুয়া এক জেনারেলকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার প্রকৃত নাম মাফতুল হোসেন হলেও জেনারেল আকবর হিসেবে প্রতারণা করেছেন।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর কাজীপাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
দুদক সূত্রে জানায়, গ্রেপ্তার হওয়া মাফতুল হোসেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্দুনীমুড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ৮২২/৩ (রওশন মঞ্জিল), কৃষিবীদ গলি (বাইশবাড়ি), পশ্চিম কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬ ঠিকানায় ভাড়া থাকতেন। দুদকের এনফোর্সমেন্ট টিম তাকে গত ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪টায় গ্রেপ্তার করে।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত চারটি মোবাইল ফোন, দুটি সিমকার্ড, ছয় লাখ টাকার একটি তারিখ বিহীন চেক এবং দুদক কনস্টেবল নিয়োগ পরীক্ষার দুই প্রার্থীর এডমিট কার্ড জব্দ করা হয়।
দুদকের উচ্চপদস্থ কর্মকর্তাদের মোবাইল নম্বর ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিয়োগ পরীক্ষায় চাকরি দেওয়ার তদবির করেন। তিনি ০১৭১২৪৭০৯৮২ ও ০১৭১১২৪৮৬৩৬ নম্বর ব্যবহার করে দুজন প্রার্থীর প্রবেশপত্র পাঠিয়ে তাদের চাকরি নিশ্চিত করার নামে চাপ প্রয়োগ করেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
দুদক আরও জানায়, মাফতুল হোসেন ডাচ-বাংলা ব্যাংক পিএলসি’র শরিফুল ইসলাম নামে হিসাব নম্বর ২১১৫৭০১৬৮৪৫০ থেকে অর্থ লেনদেন করতেন। তিনি শরিফুল ইসলামের কাছ থেকে ৬ লাখ টাকা এবং মো. জুয়েল হোসেনের কাছ থেকে ৩ লাখ টাকার সই করা চেক নিয়েছিলেন চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে।
সূত্র জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি আগে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসেবে কর্মরত ছিলেন। বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত হয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে তদবিরের নামে অর্থ আত্মসাৎ করতে থাকেন।
আরএম/এসএম