সাক্ষীদের অতিরিক্ত তথ্য চেয়ে হয়রানি না করার নির্দেশনা দুদকের
অনুসন্ধান ও তদন্ত কার্যক্রমে সাক্ষ্য প্রদানকারীদের কাছ থেকে কমিশন নির্ধারিত নমুনা নোটিশের বাইরে অতিরিক্ত তথ্য না চাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রশাসন শাখা থেকে এ বিষয় আদেশ জারি করা হয়েছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আদেশ বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা কমিশন প্রণীত নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণ না করে সাক্ষ্য প্রদানকারী ব্যক্তির জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট এবং অভিযোগ সংক্রান্ত তথ্য, তথ্যসূত্র, সাক্ষ্য প্রমাণাদি ছাড়া এ সংক্রান্ত অতিরিক্ত তথ্য চাওয়া হচ্ছে। যা কোনো ভাবে কাম্য নয়। এ সব ক্ষেত্রে কমিশনের বিদ্যমান আইন ও বিধি মোতাবেক অভিযোগ সংশ্লিষ্ট সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় তথ্যাদি চাওয়ার ক্ষেত্রে পূর্বে প্রেরিত নমুনা যথাযথভাবে অনুসরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে পুনরায় অনুরোধ করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসন শাখার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, কমিশনের বিদ্যমান আইন ও বিধি অনুযায়ী সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করতে হবে। প্রয়োজনীয় তথ্য চাওয়ার ক্ষেত্রে পূর্বে প্রেরিত নমুনা নোটিশ যথাযথভাবে অনুসরণ করতে হবে। নির্দেশটি অবিলম্বে কার্যকর হবে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
আরএম/এমএন