ঢাকা-১০ আসনের ভোটার হতে যাচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ঢাকা-১০ সংসদীয় আসনের ভোটার হচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে ধানমন্ডি থানা নির্বাচন অফিসে (গ্রিন লাইফ হাসপাতালের পাশে) তিনি উপস্থিত থাকবেন এবং তিনি ধানমন্ডি থানার ভোটার হবেন।
বিজ্ঞাপন
এক বার্তায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. সালাউদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন।
আরও পড়ুন
উল্লেখ্য, কুমিল্লা-৩ আসনের ভোটার উপদেষ্টা আসিফ মাহমুদ। ঢাকা-১০ (ধানমন্ডি-কলাবাগান-নিউমার্কেট-হাজারীবাগ) আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। সেজন্যই এখানে ভোটার হচ্ছেন বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এসএইচআর/এমএন