রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রোরেল লাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিদের নিক্ষেপ করা ঢিলে আঘাত পেয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার দুই শিক্ষক আহত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। আহত শিক্ষকরা হলেন– আব্দুস সালাম (৫০) ও বেলাল হোসেন (৪৫)।

আহত আব্দুস সালাম ও বেলালের বাড়ি সিরাজগঞ্জ জেলায় কাজিপুর থানা এলাকায়।

আহত আব্দুস সালাম বলেন, আমরা বেশ কয়েকদিন ধরে আমাদের ইবতেদায়ী শিক্ষকদের দাবি-দাওয়া নিয়ে আন্দোলন করছিলাম। আজ দুপুরের দিকে হঠাৎ মেট্রো লাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তিরা আমাদের ওপর ইট ছুঁড়ে মারে। এতে আমার মাথার বাম পাশ কেটে অঝোরে রক্ত ঝরতে থাকে। আমার সঙ্গে থাকা বেলাল হোসেনের ঘাড়ে একটি ইট এসে লাগে। পরে আহত অবস্থায় আমাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়। আমার মাথায় কয়েকটি সেলাই লেগেছে। আহত বেলাল ও আমার জরুরি বিভাগে চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রেস ক্লাবের সামনে থেকে আহত অবস্থায় দুই শিক্ষককে ঢাকা মেডিকেলে আনা হয়েছিল। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। আমরা বিষয়টি শাহবাগ থানাকে জানিয়েছি।

এসএএ/এসএসএইচ