রাজধানীর দক্ষিণ বাড্ডার বাঁশতলা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সেতারা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেতারা বেগম পটুয়াখালী সদরের টিকিট কাটা গ্রামের মৃত আসমত আলীর মেয়ে। বর্তমানে দক্ষিণ বাড্ডা এলাকায় ভাড়া থাকতেন তিনি।

নিহতের নাতি মেহেদী হাসান জানান, গতকাল সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার দাদিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে চিকিৎসক জানান আমার দাদি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এসএএ/এমএন