রশিদপুর ১১ নম্বর গ্যাসকূপের খনন কার্যক্রম শুরু
পেট্রোবাংলার আওতাধীন রশিদপুর ১১ নং অনুসন্ধান গ্যাসকূপের খনন কাজ শুরু হয়েছে। যা আগামী বছরের মার্চ মাসে শেষ হবে।
সোমবার (১০ নভেম্বর) এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
বার্তায় বলা হয়, পেট্রোবাংলার আওতাধীন কোম্পানি সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের রশিদপুর-১১ নং কূপের (অনুসন্ধান কূপ) মূল খনন কার্যক্রম শুরু করেছে। সিলেট বিভাগের অধীন হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ভরগাও গ্রামে এই কূপের অবস্থান।
গ্যাস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রশিদপুর স্ট্রাকচারে মোট ২ হাজার ৯০০ মিটার নির্ধারিত গভীরতায় খনন কার্যক্রম ২০২৬ সালের মার্চ মাসে সমাপ্ত হবে। কূপ খনন শেষে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেলে প্রায় ২৯.৪৯ বিসিএফ গ্যাস মজুত বৃদ্ধি করা সম্ভব হবে আশা করা যায়।
বিজ্ঞাপন
ওএফএ/জেডএস