চট্টগ্রামে মন্দির থেকে স্বর্ণ চুরি, গ্রেপ্তার ২
চট্টগ্রামের কোতোয়ালীতে একটি মন্দিরের স্বর্ণ ও টাকা চুরির ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় তাদের কাছ থেকে দুই ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম।
বিজ্ঞাপন
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আবুল হোসেন (২৬) ও তার ভাই মো. আরমান হোসেন (৩১)।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ জানায়, শনিবার গভীর রাতে সদরঘাটের কালী বাড়ি মন্দির থেকে মন্দিরের উপরে থাকা ভেন্টিলেটর ও দানবাক্স ভেঙে স্বর্ণ চুরি করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় এক ঘণ্টা পর স্থানীয় কোতোয়ালী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে তদন্তে নেমে এই দুই ভাইকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, গতকাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে দুই ভরি চার আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
আরএমএন/এমএসএ