হাওরের গাছ কাটায় পরিবেশ আন্দোলন মঞ্চের প্রতিবাদ
হাকালুকি হাওর এলাকায় (ইসিএ) বাঁধ নির্মাণের নামে মালাম বিলের পাড়ের হিজল-করচসহ বিভিন্ন প্রজাতির আনুমানিক ২০ হাজার গাছ কেটে ফেলা হয়েছে। হাওরের গাছ কেটে বাস্তুসংস্থান ধ্বংস করায় প্রতিবাদ জানিয়েছে পরিবেশ আন্দোলন মঞ্চ।
মঙ্গলবার (২২ জুন) সংগঠনটির সভাপতি আমির হাসান মাসুদের পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, হাকালুকি এশিয়ার বৃহত্তম হাওর। এটি দেশের সর্ববৃহৎ মিঠা পানির মৎস্য প্রজনন কেন্দ্র। অতিথি পাখির সর্ববৃহৎ সমাগমস্থল ও বিচরণের এই হাওরে আছে আড়াং, হিজল, করচসহ ১২০ প্রজাতির জলজ উদ্ভিদ। আছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বিশাল সোয়াম্প ফরেস্ট বা জলজ বন। হিজল-করচ-আড়াং বন হচ্ছে হাওড়ের মূলধন। বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় এই গাছগুলোর গুরুত্ব অনেক।
তিনি আরও বলেন, এটা মনে রাখা দরকার, গাছ কমে গেলে পাখি কমে যাবে। যে হাওরে পাখি থাকে না, প্রাকৃতিক নিয়মে সেখানে মাছের উৎপাদনও কমে যায়।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, হাকালুকি হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকার আনুমানিক ২০ হাজার গাছ কাটার মতো ঘৃণ্য কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে পরিবেশ আন্দোলন মঞ্চ।
এমএইচএন/এমএইচএস