চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানায় দায়ের হওয়া একটি ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুস সালামকে (৬০) গ্রেপ্তার করেছে র‌্যাবের চট্টগ্রাম ও সিলেট ইউনিট।

সোমবার (১০ নভেম্বর) তাকে সুনামগঞ্জ সদর থানার কাজির পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এক তথ্য জানায় চট্টগ্রাম র‍্যাব।

গ্রেপ্তার আব্দুস সালাম রাঙ্গুনিয়া উপজেলার রাজাভূবন এলাকার বাসিন্দা। তার বাবার নাম নুর আহমেদ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাঙ্গুনিয়া থানায় সন্ত্রাসমূলক অপরাধ দমন আইনের ৪ ধারায় দায়ের হওয়া মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুস সালাম সুনামগঞ্জের সদর থানা এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে ১০ নভেম্বর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে আসামি পলাতক ছিলেন। গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমআর/এসএসএইচ